বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে সমাজ উন্নয়নে কাজ করে চলেছেন সাংবাদিক সাঈদ

যশোরের কেশবপুরে অনন্য প্রতিভাবান সাংবাদিক এস আর সাঈদ সমাজ উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন।
সাংবাদিক এস আর সাঈদ ২৮-০৮-১৯৭৭ তারিখে কেশবপুর উপজেলার ভেরচী গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার
নাম আজিজুর রহমান গাজী ও মাতার নাম বেগম হালিমা রহমান। এস আর সাঈদ ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে এইচএসসি, ১৯৯৭ সালে বিএসএস অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৯৮ সালে এমএসএস পাশ করেন। ১৯৯৭ সালে ছাত্র অবস্থায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতায় প্রবেশ করেন। ১৯৯৮ সালে ডিসেম্বর মাসে মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এক মুসলিম সম্রান্ত পরিবারে তিনি বিবাহ করেন। তাঁর স্ত্রী দিলরুবা পারভীন ববি বর্তমানে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন। তিনি ১টি কন্যা ও ১টি পূত্র সন্তানের জনক। এস আর সাঈদ ২০০২ সালে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী সংস্থা ব্র্যাকে যোগদান করে দেশের কয়েকটি জেলায় তিনি চাকুরী করেন। চাকুরী করা কালীনও তাঁর কলম থেমে থাকেনি। ২০১২ সালে রংপুরে চকুরী করা কালীন তাঁর স্ত্রী দিলরুবা পারভীন ববি দুশ্চিন্ত করে অসুস্থ্য হয়ে পড়েন। যার কারণে তিনি চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে কেশবপুরে স্ত্রী সন্তানদের মাঝে ফিরে আসেন। আবারও তিনি সাংবাদিকতায় যোগদান করেন। দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার পাশাপাশি তিনি দৈনিক সমাজের কথা, জাতীয় দৈনিক ডেল্টাটাইমস ও জাতীয় ইংরেজী দৈনিক বাংলাদেশ পোস্ট পত্রিকায় লিখছেন। তিনি প্রথমে কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় ২ বছর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করার পর সেখান থেকে পদত্যাগ করে তিনি ২০১৪ সালে কেশবপুর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করার পর ৩য় মেয়াদেও তিনি সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এক ঝাঁক উদীয়মান সাংবাদিকের ঐকামিত্মক প্রচেষ্টায় বর্তমানে কেশবপুর উপজেলা প্রেসক্লাব সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সাংবাদিক সংগঠন হিসাবে কেশবপুরে প্রতিষ্ঠা লাভ করেছে। এদিকে সাংবাদিক এস আর সাঈদ তাঁর লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিক রেখে চলেছেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, ইফটিজিং প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছেন। তিনি মাদক মুক্ত সমাজ গঠনেও কাজ করছেন। পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর জীবন-মান ও ভাগ্যের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। তাঁর কলম সকল সময়ে অসহায় ও নির্যাতিত মানুষের পক্ষে গর্জে ওঠে। কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় সকল জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। উপজেলার ক্রীড়াঙ্গনেও তার ব্যাপক পদচারণা রয়েছে। উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে তাঁদের সহযোগিতা করে আসছেন। তিনি সততা ও নীতিবান সাংবাদিক হিসাবে ইতিমধ্যে উপজেলা বাসির হৃদয়ে স্থান করে নিয়েছেন।
অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা-সহ তিনি মাস্ক ও দরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তাছাড়া তিনি কেশবপুর উপজেলা ভোরের সার্থী নামে একটি স্বাস্থ্য সচেতন সংগঠন প্রতিষ্ঠা করেছেন। যে সংগঠনের সদস্যরা প্রতিদিন ভোরে হাটাহাটি-সহ এক নজরে ৪০ ব্যায়াম করে থাকেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে আরো ভূমিকা রাখতে উপজেলা বাসির নিকট

ডক্টরস চেম্বারের উদ্বোধন

যশোরের কেশবপুর হাজী আব্দুল মোত্তালিব মহিলা কলেজের বিপরীতে ২য় তলায় বুধবার সকালে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সেবায় ডক্টরস চেম্বারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বুধবার ও শুক্রবার ২দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এমবিবিএস ডায়াবেটিস ও এফসিপিএস মেডিসিন বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজে কর্মরত কেশবপুরের কৃতি সন্তান ডাক্তার এস এম আবু জাহিদ-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আকবর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সমাজসেবক রেজাউল ইসলাম, মোস্তফা কামাল হিরা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঈমাম শহিদুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার এস এম আবু জাহিদ বলেন, গরীব-দুঃখিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য আমি কেশবপুরে ডক্টরস চেম্বার করেছি যা সপ্তাহে বুধবার ও শুক্রবার খোলা থাকবে। তিনি রোগীদের সিরিয়াল দেওয়ার জন্য ০১৮৩৮-৩৪৮৭৯৯ নং মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ বিষয়ক অবহিতকরণ সভা

যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম বিষয়ক এক অবহিতকরণ সভা বুধবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকবার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রকল্পের বরাদ্দ থেকে কার্যক্রম বিষয়ে বিস্তারিত তথ্য জনসম্মুখে তুলে ধরেন এবং উপস্থিত সিটিজেন মনিটর দলের সদস্যদের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুউদ্দিন দফাদার, ব্র্যাক (সিইপি)’র আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমান। এছাড়া উপ-সহকারী উপজেলা প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষকবৃন্দ, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডিজিটালাইজিং ইম্প্লিমেনটেশন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের আওতায় দেশের ৪৮টি উপজেলায় পর্যায়ক্রমে সরকারি ক্রয় কার্যের বাস্তবায়নে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ততার বিষয়ে কাজ করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটিউট অফ্ গর্ভন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এ কাজের জন্য সিপিটিইউ’র পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করছে।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে ফোন নাম্বার লিখে বিদ্যুতের মিটার চুরি!

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের শিল্প ও সেচ মিটারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপা*তে কৃষক নিহ*ত

এম ওসমান, বেনাপোল : যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে একবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বিদ্যুৎস্পৃ*ষ্টে শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর : বাড়ির উঠানে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রায়সা খাতুনবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে নিজ ঘর থেকে গৃহবধূর ম*রদে*হ উদ্ধার
  • মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো বাংলাদেশি ৭ যুবক
  • সাতক্ষীরার কুমিরায় পরিবহন চাপায় মা-ছেলে নিহ*ত, আহ*ত বাবা-মেয়ে
  • মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
  • বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী আটক
  • মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • শার্শায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক : নগদ টাকা উদ্ধার
  • খুলনা অঞ্চলিক স্কাউটসের নির্বাহী সভা ও উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা
  • ঝড়-বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান কাটায় ব্যস্ত যশোরের রাজগঞ্জের কৃষকেরা
  • রাজগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমাদের এ্যাম্বুলেন্সে কর্তৃপক্ষ