মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও শহীদ আসিফের কবর জিয়ারত করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯টায় সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়। এতে দেবহাটা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কে. এম আবু নওশাদ ও দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ কবর জিয়ারতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নওশাদের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ। এসময় উপজেলার সকল সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট”২৪ এর ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়। গণমিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াত অফিসের সামনে গিয়ে এক সমাবেশে পরিণত হয়। এ গণমিছিল অনুষ্ঠানে জামায়াতে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরায়েল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান জিয়া, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ। এর আগে সকালে শহীদ আসিফের কবর জিয়ারতে অংশ নেন নেতৃবৃন্দরা।

দেবহাটায় বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সখিপুর মোড় হতে বিজয় র‌্যালী ও পরবর্তীতে পথসভা করা হয়। সখিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক আব্দুল হাবিব মন্টু, বিএনপি নেতা শহিদুল ইসলাম, এবাদুল ইসলাম, জাকির হোসেন, হাসান সরাফী, আবুল কালাম সহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় সুশীলনের শিশু ও যুব ফোরাম বার্ষিক সম্মেলন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউএনও’কে শুভেচ্ছা প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কেএম আবুবিস্তারিত পড়ুন

দেবহাটায় জেলা প্রশাসকের মিট দ্যা স্টুডেন্টস

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • দেবহাটা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
  • দেবহাটায় আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের যুব সমাবেশ
  • দেবহাটায় আদালতের নির্দেশ উপেক্ষা করে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ!
  • আমরা আর আগের দিনের পুলিশ হতে চাই না: সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম
  • দেবহাটার নবাগত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
  • পুলিশের সহায়তায় দেবহাটায় চলাচলের রাস্তা ফিরে পেলো এক পরিবার
  • মিষ্টির ঠ্যালায় দেবহাটার কুলিয়াবাসীর দিন যাচ্ছে তেতো হয়ে!
  • ঢাকায় জুলাই গণঅভ্যুথানের সম্মাননা পেলেন দেবহাটার সজল
  • দেবহাটায় ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ কেটে প্রশংসায় ইউএনও নওশাদ
  • দেবহাটার নবাগত ইউএনওকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • জলাবদ্ধতার কারণ জানতে পানির মধ্যে নেমে পড়লেন দেবহাটার ইউএও