শনিবার, মে ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গ নির্বাচন: সম্পত্তি কমেছে মমতার, বেড়েছে প্রতিদ্বন্দ্বী শুভেন্দুর

মমতার সম্পত্তি কমেছে প্রায় ৪৫ শতাংশ, শুভেন্দুর বেড়েছে ৬৮ শতাংশ!

গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির সম্পদের পরিমাণ কমেছে ৪৮.০৮ শতাংশ।

রাজ্যের হাইপ্রোফাইল ‘নন্দীগ্রাম’ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন তাতে দেখা গেছে তার মোট সম্পদের পরিমাণ ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ রুপি।

পাঁচ বছর আগে ২০১৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার সময় মমতা যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৩০ লাখ ৪৫ হাজার ০১৩ রুপি।

অন্যদিকে, নন্দীগ্রামের বিজেপির প্রার্থী মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী সম্পত্তি বেড়েছে। গত পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ৬৮.৫৫ শতাংশ। ২০১৬ সালের হলফনামা অনুযায়ী শুভেন্দুর সম্পদের পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার। গত পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ১ কোটি ৫ লাখ ৫২ হাজার রুপি।

‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ নামে একটি এনজিও দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থীদের তলফনামা বিশ্লেষণ করে যে রিপোর্ট সামনে এনেছে। তাতে এই তথ্য উঠে এসেছে।

সেখানে দেখা গেছে, সম্পদ কমে যাওয়ার শতাংশের বিচারে মুখ্যমন্ত্রীর পিছনেই রয়েছে দাসপুরের তৃণমূল বিধায়ক মমতা ভুঁইয়া এবং নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মমতা ভুঁইয়ার সম্পত্তি কমেছে ৩৭.৫৩ শতাংশ, সুকুমারের কমেছে ৩৬.১৮ শতাংশ।

শতাংশের হিসাবে সম্পদের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পেয়েছে পাঁশকুরা পূর্ব কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলির, ২১৪১.৪৮ শতাংশ।
২০১৬ সালে তিনি যখন প্রথম প্রার্থী হন তখন তার সম্পদ ছিল ৪৯,৭৩০ রুপি, ২০২১ সালের নির্বাচনে জমা দেওয়া হলফনামায় অনুয়ায়ী আলির সম্পদ বেড়ে হয়েছে ১০ লাখ, ৬৪ হাজার ৯৫৬ রুপি।

কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সম্পত্তি বেড়েছে ৭৩৫.৯৫ শতাশ।

একুশের নির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী ডেবরার বিজেপি প্রার্থী ও সাবেক আইপিএস কর্মকর্তা ভারতী ঘোষ। তার মোট সম্পদের পরিমাণ ১৯ কেটি ২১ লাখ।

দ্বিতীয় দফায় মোট ১৭১ জন প্রার্থীর মধ্যে ২৬ জন সম্পত্তির নিরিখে কোটিপতি।
এদের মধ্যে ১১ জন তৃণমূলের, ১০ জন বিজেপির।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে ইসরাইলগামী বিস্ফোরকের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন

ভারতের চেন্নাই থেকে বিস্ফোরক নিয়ে ইসরাইলের হাইফা বন্দরের দিকে যাওয়া একটি জাহাজকেবিস্তারিত পড়ুন

২০৫০ সালের মধ্যে বৈশ্বিক গড় আয়ু পাঁচ বছর বাড়বে

২০৫০ সালের মধ্যে মানুষের বৈশ্বিক গড় আয়ু পাঁচ বছর বাড়বে। তবে একইবিস্তারিত পড়ুন

চীনের ২৬টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

চীনের ২৬টি টেক্সটাইল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ওয়্যারহাউজবিস্তারিত পড়ুন

  • রাজনৈতিক আশ্রয় চাওয়া ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য
  • র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয়: যুক্তরাষ্ট্র
  • এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে
  • মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
  • ফিলিস্তিনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু: জাতিসংঘ
  • গোপন নথি ফাঁস, দুবাইয়ে সম্পদের পাহাড় পাকিস্তানের রাষ্ট্রপতির
  • রাশিয়ার নতুন মন্ত্রীসভার অনুমোদন
  • ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র
  • রাফা’র নিয়ন্ত্রণে নিতে ইসরায়েল-হামাস তুমুল লড়াই
  • ইরানের সঙ্গে ভারতের চুক্তি, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
  • যে দ্বীপের মানুষ বাঁচে ১০০ বছর পর্যন্ত
  • রাফা ছাড়ল ৩ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ