শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানের দাম ভালো পাওয়ায় খুশি কলারোয়ার পান চাষীরা

দীর্ঘ সময়ের লোকসানের প্রহর কাটিয়ে অবশেষে পানের দাম ভালো পাওয়ায় বেজায় খুশি সাতক্ষীরার কলারোয়ার পান চাষীরা। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় একটানা লোকসানেও ভালো সময়ের অপেক্ষায় পান চাষীরা ধৈর্য ধরে আগলে রেখেছিলেন পানের বরজ। অবশেষে দেখা মিললো ভালো দাম, মুখ দেখলো লাভের। চলতি বছর দিগুন হারে দাম বেড়েছে পানের, কষ্টের দিন শেষ পান চাষীদের।

গেলো বছর অনেক পান চাষীরা লোকসানের পাল্লা সামাল দিতে না পেরে পানের বরজ ভেঙ্গে অন্য ফসল ফলিয়েছিলেন।

পান চাষীরা জানান, বাজারে চাহিদার তুলনায় পানের জোগান কম থাকায় পানের দাম হু হু করে বাড়ছে। শীত মৌসুমে পান গাছের বৃদ্ধি ব্যহত হয়, পান পেঁকে যায়, ঝরে পড়েভ এসব কারণে পানের উৎপাদন কম হয়। যার কারণে শীত মৌসুমে অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক পানের দাম বেশিই থাকে।

কলারোয়ার পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর উপজেলা বড় মোকাম ঝাউডাঙ্গা বাজার ঘুরে দেখা গেছে, পোণ প্রতি বড় পান ১৪০ থেকে ১৬০ টাকা, মাঝারি পান ৮০ থেকে ১০০ টাকা, ছোট পান ৩০ থেকে ৫০ টাকা।

পান ব্যাপারী কার্তিক চন্দ্র জানান, ‘গত ২/৩বছর পানের বাজারে ধস নামায় পান চাষীরা বিপাকে ছিলো। পান বিক্রির টাকায় চাষের খরচ উঠতো না। ব্যাবসায়ীরা যেমন কিনতো তেমন বিক্রি করতো। তবে বর্তমানে পানের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাবসায়ীরা বেশি দামে কিনলেও লাভে বিক্রি করতে পারছেন।’

কলারোয়া উপজেলার জয়নগরের পান চাষী তপন দাস জানান, ‘দীর্ঘদিন পরে বরজ থেকে পান বিক্রি করে পকেটে দু’টো টাকা আসছে। এর আগে পান বিক্রির টাকায় বাজার করাও হতো না। গত ২ বছরেরও বেশি সময় ধরে পান চাষের খরচ নিয়ে বিপাকে ছিলো চাষীরা। বর্তমানে পানের দাম ভালো থাকায় সন্তুষ্ট পান চাষীরা।’

জয়নগরের আরেক পান চাষী বিধান চন্দ্র দাস বলেন, ‘বছরের এই সময়টিতে পানের দাম একটু বেশি থাকে।’
কারণ হিসেবে তিনি জানান, ‘পান গাছের বৃদ্ধি ঘটে না, পান পাতা পেঁকে যায়, ঝরে যায়। সীমিত পরিমাণ পান কাটা যায় গাছ থেকে। এসব কারণে পানের দাম বেড়ে যায়। তবে তিনিসহ অন্য পান চাষীরা পানের দাম বৃদ্ধিতে সন্তুষ্ট।’
প্রতি হাটে তিনি ৫ থেকে ১০ হাজার টাকার পান বিক্রি করেন বলে জানান।

সবমিলিয়ে চলতি সময়ে দাম ভালো পাওয়ায় পান চাষীরা লাভের মুখ দেখছেন। এতে খুশি তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল কাশেমের ইন্তেকাল

আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পরিবহন মালিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর মদন মোহন মন্দিরে পহেলা বৈশাখ উদযাপন

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: প্রাচীন ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে প্রতিবছরের ন্যায় এ বছরওবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নববর্ষ উদযাপন
  • কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারের পাশে সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরাম
  • কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলের মাতা সায়রা বানুর ইন্তেকাল, দাফন সম্পন্ন
  • কলারোয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতারি বিতরন
  • কলারোয়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন তালা-কলারোয়া সংসদ সদস্য স্বপন
  • সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নগদ অর্থ, ঈদবস্ত্র ও ইফতার বিতরণ
  • কলারোয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের ঈদের কেনাকাটা, ফুটপাত বাজার নির্ভর
  • বিদায়ের পথে রমজান; প্রাপ্তি ও প্রত্যাশা
  • কলারোয়ায় দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি স্বপন
  • সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস