বুধবার, জুলাই ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি নাশকতা মামলার আসামীদের দখলে!

সদরের শিবপুর ইউনিয়নের খানপুর বাজারের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দানকৃত জমি প্রাচীর দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মামুন হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামীদের বিরুদ্ধে। ফলে ওই জমি দখলমুক্ত করতে আ’লীগনেতাসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সদস্যরা। এদিকে আ’লীগ ক্ষমতায় থাকা স্বত্তে¡ও জামায়াতের ক্যাডারদের দ্বারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি দখল হওয়ায় চরম হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় আ’লীগ নেতাসহ মুক্তিযোদ্ধারা।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারী শিবপুর ইউনিয়ন আ’লীগের তৎকালীন সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মধ্যস্ততায় খানপুর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে শওকাত আলী ও সাহেব আলী খানপুর মৌজার সাবেক ২৮৩৭/ হাল ৩৪৩৮ দাগে ৪ গন্ডা জমি ১৫০৩ নং দলিলে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দান করেন। এরপর ২০১৪ সালে সেই জমি দখল করে নেন খানপুর এলাকার শাকর আলীর ছেলে জামায়াতের ক্যাডার জাফর, নিছারের ছেলে একাধিক নাশকতা মামলার আসামী মুকুল, শামছুরের ছেলে ছাত্রলীগ নেতা মামুনহত্যা মামলাসহ একাধিক মামলার আসামী আনিসুর। কিন্তু দেশের অবস্থা স্বাভাবিক হলে সেই জমি আবারও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের অধীনে চলে আসে। সেই থেকে ওই জমি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের দখলে ছিল। তবে এই বছরের নভেম্বরে ইউপি নির্বাচনের সুযোগে ওই জমিতে সীমানা প্রাচীর দিয়ে আবারও দখল করে নেন জামায়াতের ক্যাডার জাফর, নাশকতা মামলার আসামী মুকুল, একাধিক নাশকতা মামলার আসামী আনিসুর। ভোটের পর পাচিল তুলে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি কেন দখল করা হলো জানতে চাইলে জাফর, মুকুল, আনিসুর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতিসহ সদস্যদের মামলাসহ বিভিন্নভাবে হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন অব্যাহত রেখেছে।

খানপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম বলেন, ২০১৩ সাল থেকে ওই দাগের ৪ গন্ডা জমি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে আছে। ওখানে একটি সাইনবোর্ডও ছিল। কিন্তু ক্রিমিনাল জাফরের নেতৃত্বে সেই জমি পাচিল দিয়ে দখল করে নেওয়া হয়েছে। আমি চাই, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি দখলমুক্ত হোক এবং ওখানে একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠিত হোক।

খানপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি খলিলুর রহমান বলেন, নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে জাফরের নেতৃত্বে জামায়াতের ক্যাডাররা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দানকৃত জমি পাচিল দিয়ে দখল করে নেয়। এরপর আমরা প্রতিবাদ করলে জাফর মামলাসহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান শুরু করে। আমরা পাচিলের কিছু অংশ ভেঙে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড টানিয়ে দেওয়ায় গত শনিবার ওই জামায়াত ক্যাডারদের যোগসাজসে জাফর আমার বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে ওই জমি কোন জামায়াতের ক্যাডার দখল করে নেবে এটা আমিসহ কেউ মেনে নেবে না। আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় উপস্থাপন করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জাফর বলেন, এই দাগে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে জমি আছে তবে এখানে না। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমিতে অন্য লোক দোকান করেছে। আমি আমার ক্রয়কৃত জমিতে প্রাচীর দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শ্বশুরবাড়ী যেয়ে শাশুড়ীর মাথা ফাঁ*টালেন জামাতা!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শাশুড়ী আছিয়া খাতুনের মাথাবিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে সাতক্ষীরায় সভা

সাতক্ষীরা প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্ত সাতক্ষীরা জেলা বাস্তবায়নবিস্তারিত পড়ুন

গাজী মোক্তার হোসেন: সাংবাদিকতার নিবেদিত প্রাণ

এসএম শহীদুল ইসলাম: সাংবাদিক গাজী মোক্তার হোসেন আর আমাদের মাঝে নেই। তিনিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদ-ফেনসিডিলসহ সাড়ে ১০লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • নিষ্কাশ‌নের পথ রুদ্ধ: জলাবদ্ধতায় নাকাল সাতক্ষীরাবাসী, বিপর্যস্ত জনজীবন!
  • সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
  • সাংবাদিক গাজী মোক্তারের মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের গভীর শোক
  • সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
  • জনগণের সেবার প্রশ্নে আপোষ নেই : সাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
  • ভোমরা বন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি, বাজারে কমেছে দাম
  • ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ইউনিয়নের ৪ লাখ ৫৬ হাজার টাকা ছেড়া নোট!
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরা পৌরসভার সড়কগুলোতে বেহাল দশা, জলবদ্ধতায় জনদুর্ভোগ