মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ গড়তে নেতার নয়, নীতির পরিবর্তন দরকার: মুহাদ্দিস রবিউল বাশার

দেবহাটা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে নেতার পরিবর্তন করলে হবে না, নীতির পরিবর্তন জরুরী। কারণ আমরা বিগত দিনে শুধু স্বাধীনতা পেয়েছি কিন্তু তার সফল পায়নি। দেশ গড়তে হলে উত্তম চরিত্র গঠন করে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্যহীন সুখী সমৃদ্ধি দেশ গড়তে হবে। বিগত দিনে বাংলাদেশের ২ জন মন্ত্রী ছিলেন যারা জামায়াত ইসলামের নেতা ছিলেন। তাদের বিরুদ্ধে কেউ কোন দুর্নীতি দেখাতে পারেনি। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবে। বিগত দিনে আমাদের নেতাকর্মীদের মামলা, হামলা করে ব্যাপক নির্যাতন করা হয়েছে। আমরা সব অত্যাচার, নির্যাতন সয্য করেছি। আমরা ন্যায় ও আদর্শের জায়গাতে অটুট। মঙ্গলবার (৫ নভেম্বর) দেবহাটা ফুটবল মাঠে ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এর এর আগে নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান বক্তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা দেশ থেকে জামায়াত ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারা মানুষের ঘৃনার পাত্র হয়ে গেছে। সারা বিশ্বের ইতিহাসে সবচেয়ে খুনি, স্বৈরাচারী, হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছেন। তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে বিচারবহিরভূত হত্যা করেছে। মেধাবী সেনা অফিসারদের পরিকল্পিত ভাবে হত্যা করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দলকে ব্যাপক দমন চালানো হয়। দেবহাটার জামায়াত-শিবিরের ৭ জনকে গুলিকরে হত্যা করা হয়েছে। সবশেষ বৈষম্য আন্দোলনে মেধাবী ছাত্র আসিফ হাসানকে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আতœার শান্তি কামনা করছি। সেই সাথে খুনি হাসিনার বিচারের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, ইউনিট সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, উপজেলা ইউনিট সদস্য মাওলানা সামছুল আরিফ, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন শিবির সভাপতি (দক্ষিণ) আশিকুজ্জামান, শিবির সভাপতি (উত্তর) রোকনুজ্জামান, দেবহাটা সদর ইউনিয়নের সহ-সভাপতি ডা: রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল হালিম, প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান, দেবহাটা সাংস্কৃতিক সংসদ শিল্পী হাসানুল বান্না সহ জেলা, উপজেলা ও স্থানীয় নের্তবৃন্দরা।
এছাড়া সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

একই রকম সংবাদ সমূহ

কামালের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

কলারোয়া নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরবিস্তারিত পড়ুন

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু

কলারোয়া নিউজ ডেস্ক: সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে বলেবিস্তারিত পড়ুন

হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন

কলারোয়া নিউজ ডেস্ক: শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় ২০০বিস্তারিত পড়ুন

  • ১২ কেজি এলপিজির দাম কমলো ১ টাকা
  • ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু
  • ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
  • কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃত্তি প্রদান ও প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন
  • জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক
  • ৮ নভেম্বর জাতীয় র‌্যালি করবে বিএনপি, যেসব নির্দেশনা
  • সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি
  • আপনিও জানাতে পারেন— কেমন পুলিশ চান
  • সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন