বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিক্ষোভ সমাবেশ সফল করতে সাতক্ষীরা জামায়াতের ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আজ ১৮ ফেব্রুয়ারী সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে ১৭ ফেব্রুয়ারী সোমবার সন্ধায় সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায় দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, অফিস সেক্রেটারী ছাত্রনেতা রুহুল আমিন উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিবেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিকাল সাড়ে ৩টায় এক যোগে শহরের চারটি প্রবেশদার দিয়ে এক সাথে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারী কলেজ মাঠে যেয়ে মিলিত হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। দলটির সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান জানান, কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, খুলনা রোড মোড় থেকে যে মিছিলটি বের হবেন তার নের্তৃত্বে থাকবেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদর আমীর মাওলানা মোশাররফ হুসাইন, কলারোয়া উপজেলা আমীর মাও কামরুজ্জামান। আমতলায় নের্তৃত্বে থাকবেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক ও তালা আমীর মাওলানা মফিদুল্লাহ। তুফান কোম্পানী মোড়ে নের্তৃত্বে থাকবেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদিস রবিউল বাশার, জেলা সেক্রেটারী মাও, আজিয়র রহমান, সাবেক এম.পি গাজী নজরুল ইসলাম, শহর আমীর মোঃ জাহিদুল ইসলাম, দেবহাটা আমীর মাওলানা. অলিউল ইসলাম, কালিগঞ্জ আমীর মাওলানা. আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর আমীর মাওলানা আব্দুর রহমান এবং শহর শিবির সভাপতি আল মামুন। আলিয়া মাদ্রাসা সংলগ্ন এতিমখানা মোড়ে নের্তৃত্বে থাকবেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও আশাশুনি উপজেলা আমীর তারিকুজ্জামান তুষার।

দলটির জেলা রায়েবে আমীর শেখ নূরুল হুদা বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ৯ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত জনাব এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। এহেন পরিস্থিতিতে মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার লক্ষ্যে আমাদের এই বিক্ষোভ সমাবেশে সকলের অংশ গ্রহণ ও গণমাধ্যমের সহযোগীতা কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জার্নালিস্ট আ্যসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জার্নালিস্ট আ্যসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ১১ টি চোরাই সাইকেল উদ্ধার!চোরসহ আটক ৩

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ১১ টি বাইসাইকেল ও একটি মোটর সাইকেলবিস্তারিত পড়ুন

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক সাতক্ষীরার মাস্উদুজ্জামান
  • সাতক্ষীরায় এটিএম আজহারুলের মুক্তির দাবিতে বিক্ষোভে লাখো মানুষের ঢল
  • সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে লাখো মানুষের ঢল
  • কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে ২ ভারতীয়সহ ৪ জন আটক, মাদক উদ্ধার
  • সাতক্ষীরায় এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় গলায় গামছা পেছিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
  • ফ্যাসিবাদীর বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে মানবজমিন
  • জামায়াতে ইসলামী আল্লাহতালার রাজি খুশি করতে চায়: মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন
  • সাংবাদিকরা জাতির বিবেক : জামায়াত নেতা শহিদুল ইসলাম মুকুল
  • অগ্রসর কর্মীদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের শিক্ষাশিবির