শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প: সেবা পেলেন শতাধিক নারী


জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই ২০২৫ নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ঝাপার এভারগ্রিম যুব সংঘে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার তপন কুমার মন্ডল ও এভারগ্রীন যুব সংঘের সভাপতি বাবু রঞ্জিত কুমার রপ্তান।
আরো উপস্থিত ছিলেন ডা. মাহফুজা আলম মুক্তা (এমবিবিএস), গাইনী বিশেষজ্ঞ, সিনিয়র আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় সরদারসহ স্থানীয় নারী ও কিশোরীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।
লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। উপক‚লীয় মানুষ বিশেষ করে নারীরা নানা ধরনের রোগে ভুগে থাকেন। সচেতনতার অভাব, উপকূলে হাসপাতালের অভাব, ভালো যাতায়াত না থাকা এবং সর্বপরি পরিবারে অর্থনৈতিক সমস্যার জন্য এসকল এলাকার নারী ও কিশোরীরা যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেনা। লিডার্স মূলত এসকল এলাকায় নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে “বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প” আয়োজন করে। উক্ত ক্যাম্পে উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরন হয়।
সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।
স্থানীয় একজন গর্ভবতী নারী বলেন, “আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম, কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।”
আরেক নারী জানান, “আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যত এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি।”
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোও লিডার্স-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরো এ ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সমন্বয় সভা
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান প্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
এবিএম কাইয়ুম রাজ : শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয়বিস্তারিত পড়ুন

নদী খনন কাজ পরিদর্শনে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ
সোহেল পারভেজ : যশোরের কেশবপুরে হরিহর, অপার ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীরবিস্তারিত পড়ুন