শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনহা হত্যায় জ’ড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি প্রত্যাশা সে’নাপ্রধানের

সেনাবাহিনীর আর কাউকে যেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্ম’দ রাশেদ খানের ভাগ্য বরণ করতে না হয়, সেজন্য তার হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি প্রত্যাশা করেছেন সে’নাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার সকালে চট্টগ্রাম সে’নানিবাসে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা করেন।

সে’নাবাহিনী প্রধান বলেন, যারা ক্রিমিনাল তাদের উপযু’ক্ত এবং দৃষ্টান্তমূলক শা’স্তি হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সে’নাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারো সঙ্গে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করি।

ঘটনার ত’দন্তে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সে’নাপ্রধান বলেন, ঘটনাটি ত’দন্ত হচ্ছে, এ ব্যাপারে কিছু বলা যাবে না।

তিনি বলেন, যে ঘটনাটা ঘটেছে সেটা সবাই জানে। অ’ত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার দৃষ্টান্তমূলক শা’স্তি হতে হবে। এটা ত’দন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তখন সন্তুষ্টির প্রশ্ন আসবে।

সে’নাপ্রধান বলেন, আম’রা যুগ যুগ ধরে দেখে আসছি, কোনো ঘটনা ঘটলে কেউ না কেউ এটার আনডিউ প্রিভিলেজ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিলো। হয়তো এখনো চেষ্টা করছে। এ ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো বোঝে। যে ঘটনা ঘটেছে অবশ্যই অ’ত্যন্ত নৃ’শংস ঘটনা, ন্যক্কারজনক ঘটনা।

তিনি বলেন, শুধু সে’নাবাহিনীর পক্ষ থেকেই ঘৃ’ণা জানানো হয়নি, পু’লিশ প্রধানও সেদিন এসেছিলেন। তারাও সে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। সবাই এ ঘটনার জন্য ম’র্মাহত হয়েছেন। এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা হবে অ’ত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটা কাঙ্ক্ষিত নয়।

সে’নাবাহিনীর কোনো সদস্যের ‘অস্বাভাবিক’ কিছু ঘটলে নিজস্ব ত’দন্ত হয় জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, সেটা আমাদের ডিপার্টমেন্টাল প্রয়োজনে হয়। আম’রাও সে ধরনের একটা ত’দন্তের নির্দেশ সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, ত’দন্ত হচ্ছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে সে’নাবাহিনীর পক্ষ থেকে সরকারকে কোনো সুপারিশ দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এ ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটি যৌথ ত’দন্ত টিম গঠন করা হয়েছে। এ ত’দন্ত টিমের প্রতি সে’নাবাহিনী এবং পু’লিশ বাহিনীর সম’র্থন রয়েছে। এ ত’দন্ত দল যেটা উপযু’ক্ত মনে করবে সরকারকে তারা সুপারিশগুলো করবে। এখানে সে’নাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখানে একটা যৌথ টিম গঠন করা হয়েছে এবং সেখানে আমাদের সে’নাবাহিনীরও সদস্য আছে। সুতরাং আলাদাভাবে সুপারিশ করার প্রয়োজন আছে বলে মনে করি না।

চট্টগ্রামের ভাটিয়ারিতে সে’নাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অ’তিথি ছিলেন জেনারেল আজিজ আহমেদ। সে’নাবাহিনীর ছয়টি সিগন্যাল ব্যাটালিয়ন ১৮, ২০, ২১, ২২ ও ২৩ বীর কালার প্যারেডে অংশ নেয় এবং প্রধান অ’তিথির কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

এসময় সে’নাবাহিনী প্রধান সবাইকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বা’স, সহম’র্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সৃশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সে’না সদস্য হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় যুবদল নেতা শামীমকে জ*বা*ই করে হ*ত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এসবিস্তারিত পড়ুন

কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানেরবিস্তারিত পড়ুন

নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার সেভাবে নিচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন সামনে রেখে এবং অন্য সময়ও দেশে যেন বাইরের দেশ থেকেবিস্তারিত পড়ুন

  • সিন্ডিকেট রুখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি
  • ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে, হবে পূর্ণ সিলেবাস-নম্বরে
  • সাতক্ষীরার তালার যুবদল নেতাকে জ*বা*ই করে হ*ত্যা
  • কৃষকদল নেতা বাবুলকে গ্রেফতারের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ
  • যশোরের শার্শায় নিখোঁজের পরদিন ডোবা থেকে যুবকের লা*শ উদ্ধার
  • মনিরামপুরে প্রাইভেটকারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মেয়ের মৃ*ত্যু, বাবা-মাসহ আহ*ত-৩
  • বাঁচতে চান মনিরামপুরের হান্নান, সহযোগিতার আহবান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা
  • উপদেষ্টা মাহফুজের পিতা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নির্বাচিত
  • ‘সাদাপাথর লুটে জড়িতরা যত বড়ই হোক, আইনের আওতায় আনা হবে’
  • মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের ম*র*দে*হ উদ্ধার