বুধবার, জুলাই ৩০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫৫ লাখ টাকা ছিনতায়ে ৩২ লাখ টাকা উদ্ধার আসামী আটক-৭

হেলাল উদ্দীন, মনিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার জামতলা এলাকায় নগদ মোবাইল ব্যাংকিংয়ের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ছিনতাইকৃত অর্থের মধ্যে ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুর-ই-আলম সিদ্দিকী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৭জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে নগদ ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম যশোর শহর থেকে একটি প্রাইভেটকারযোগে মণিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা গাড়ির গতি রোধ করে। তারা চাপাতির ভয় দেখিয়ে গাড়ির কাচ ভেঙ্গে ভেতরে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভিকটিম ৯৯৯-এ ফোন করলে পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া, সাইবার ইনভেস্টিগেশন সেল এবং মণিরামপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযানে নামে পুলিশ।

প্রথমে ঝিকরগাছা থেকে অভিযুক্ত সাগর হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলো–
ইউসুফ আলী ওরফে সাজু (৩১), পিতা মৃত খোরশেদ আলম মির্জা, পোস্ট অফিস পাড়া, যশোর শহর।
রনি গাজী (২৬), পিতা ইসরাইল গাজী, দিগদানা গ্রাম, ঝিকরগাছা, যশোর।
সাগর হোসেন (২৪), পিতা মনিরুল ইসলাম, খোষাল নগর, ঝিকরগাছা।
সুজন ইসলাম (৩৩), পিতা রাশেদুল ইসলাম, বাঁকড়া দিগদানা, ঝিকরগাছা।
সোহেল রানা (২১), পিতা মজনুর রহমান, খোষাল নগর, ঝিকরগাছা।
ইমাদুল গাজী (৪৬), পিতা মৃত দিন মোহাম্মদ, বাঁকড়া দিগদানা।
নাসিম গাজী (১৯), পিতা ইমাদুল গাজী, বাঁকড়া দিগদানা।

ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রাইভেটকার চালক ইউসুফ আলী ওরফে সাজু। তার সহযোগিতায় সংঘবদ্ধ এই দলটি ছিনতাই কার্যক্রম চালায়।

আটক আসামিদের মধ্যে ইমাদুল গাজীর হেফাজত থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, টাকা বহনকারী একটি ব্যাগ এবং একটি মোটরসাইকেল।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে

মো. শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): মৃত্যুর ৭দিন পর মালয়েশিয়া থেকে নিজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইট ভাটার সামনে পড়ে ছিলো ইজিবাইক চালকের লা*শ

কলারোয় (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অবশেষে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত

যশোরের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিকবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত
  • নাভারণে সুজুকি সুমি মটরসের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
  • যশোরের শার্শায় যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা
  • যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
  • রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা প্রায় শতাধিক তালগাছ নিধন
  • যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
  • ঝিকরগাছায় শিশু পুত্রকে হত্যা করে বাবার আত্মহত্যা
  • দুটি কিডনিই নষ্ট কলারোয়ার বাদশার, সহায়তা কামনা
  • গ্রাম আদালত হচ্ছে সরকারের আইনি আদালত:রকিবুল হাসান
  • ঝিকরগাছায় সেবা সংগঠনের মাধ্যমে চারশতাধিক ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল