শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ সদস্যের একযোগে পদত্যাগ

এবিএম কাইয়ুম রাজ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

সংগঠনের সদ্য সাবেক সদস্যরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে সীমাহীন স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করা হয়েছে। এছাড়া, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ। তিনি জানান, গত ৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিটি গঠনের পূর্বে কাউকে মতামত জানানোর প্রয়োজন মনে করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে বিশ্বাস রেখে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাঠপর্যায়ের কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যারা কখনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি, তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকনসহ অনেকে। তারা জানান, শুধুমাত্র পদত্যাগ করেই থেমে থাকবেন না, বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন।
তাদের ভাষায়, “বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ঐক্য গঠনের যে চেতনায় এই সংগঠন গড়ে উঠেছে, দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনারই অবক্ষয় ঘটানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিটির ৭৬ সদস্যের মধ্যে ৪৮ জন ইতোমধ্যে স্বাক্ষরসহ লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গণমাধ্যম ও সংগঠনের কেন্দ্রীয় পর্যায়েও প্রেরণ করা হয়েছে।

পদত্যাগকারী সদস্যরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যেতে চান। সেই বিশ্বাস থেকেই তারা একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে ইউপি সদস্য ও নারীদের নিয়ে জেন্ডার রেসপনসিভ বাজেট বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

শ্যামনগরে মাদরাসা শিক্ষার্থীদের ফুটবল উপহার দিলো রিপোর্টার্স ক্লাব

শ্যামনগর প্রতিনিধি: মাদক কে না বলি,খেলা খুলাকে আকড়ে ধরি- এ প্রতিপাদ্য কেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • শ্যামনগরে ভাসুরের বিরুদ্ধে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর সংবাদ সম্মেলন
  • শ্যামনগরের ঘোলা ত্রিমোহনী মডেল কলেজ ভবনের ভিত্তি উদ্বোধন
  • শ্যামনগরে মিট দ্যা স্টুডেন্ট প্রোগ্রামে মানুষের কথা শুনলেন জেলা প্রসাশক
  • সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনসাধারণ
  • সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ
  • শ্যামনগরে নানা আয়োজনে ঘটা করে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
  • শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে লিফলেট বিতরণ
  • শ্যামনগরে রহস্যজনক মৃ*ত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন, প্রসাশনের হস্তক্ষেপ কামনা
  • শ্যামনগর দুরমুজখালী ডিএমসি ক্লাবকে ফুটবল উপহার দিলো রিপোর্টার্স ক্লাব
  • ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলছে পর্যটক ও জেলেদের জন্য
  • অল্প সময়েই জনপ্রিয়তায় শীর্ষে শ্যামনগরের ইউএনও রনী খাতুন