শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ভূমি অফিস নির্মাণ ও ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মিথ্যা প্রতিবেদন, খাজরা পরিদর্শন না করে এডিসি (রেভিঃ) মতামত প্রদান এবং গদাইপুরে ভবন নির্মান চেষ্টার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার খাজরা বাজারে খাজরা ইউনিয়নবাসী মানববন্ধনের আয়োজন করে।

খাজরা ইউনিয়ন ভূমি অফিস (পুরাতন ঘর) এর সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম, অবঃ সেনা সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, ব্যবসায়ী আমিনুর রহমান, ডাঃ আঃ মান্নান মোড়ল, সমাজসেবক প্রদীপ চক্রবর্তী, ইঞ্জিনয়ার জাকির হোসেন রতন ও হাফিজুর রহমান।

বক্তাগণ জানান, খাজরা ইউনিয়ন ভূমি অফিস ১০০ বছরাধিককাল খাজরা বাজারে দুর্গাপুর ছোট মৌজায়, জেএল নং ১৩১, এসএ খং ৪৭, সাবেক দাগ ১৭১, জমির পরিমান (রেজিঃ ভূমি অফিসের নামে ১৫ শতকসহ) খাস জমিসহ ৪৫ শতক। সহকারী জজ আদালত আশাশুনি, সাতক্ষীরার দেং ৭৮/৯৭ মামলার স্বাক্ষী তৎকালীন নায়েব শামছুর রহমানের স্বাক্ষে জানা যায়, দাতা মাতিঙ্গিনীর দেওয়া ১৫ শতক জমি ভূমি অফিসের নামে মিউটেশন রেকর্ড আছে।

খাজরার পাশাপাশি ভূমি অফিস গদাইপুর নেওয়ার আবেদন করলে জেলা প্রশাসক এডিসি (রাঃ) কে তদন্তের দায়িত্ব দেন। কিন্তু তিনি সরেজমিন তদন্ত না এসে গোপনে তহশীলদার আঃ হাইয়ের পরামর্শে খাজরাকে ভাঙ্গনকুল দেখিয়ে গদাইপুরে ভবন নির্মানের পক্ষে মতামত দেন। এই মতামতের ভিত্তিতে গদাইপুরে খাস জমিতে ভূমি অফিস নির্মানের উদ্যোগ নেয়া হচ্ছে।

বক্তাগণ আরো বলেন , এব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন আছে। দুর্নীতিবাজ তহশীলদার আঃ হাই তার নানার বাড়ি গদাইপুরে ভবন নিয়ে যেতে ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসাবে ২০০৪ সালে তৎকালীন তহশীলদার শামছুর রহমান খাজরায় ভূমি অফিস ছিল এবং সেখানে ভবনের ছাদে ফাটল ধরার কারনে ঘর ভাড়া নিয়ে খাজরা বাজারে কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে জানান। অথচ আঃ হাই নানার বাড়ি গদাইপুরে অফিস নিয়ে যেতে মিথ্যা রিপোর্ট দাখিল করেছেন। জেলা প্রশাসক মহোদয় এডিসি (রেভিঃ) কে পরিদর্শনের দায়িত্ব দিলে, তিনি সরেজমিন খজরায় পরিদর্শন না করে তহশীলদার আঃ হাইয়ের কূপরামর্শ ও সহযোগিতায় খাজরাকে ভাঙ্গনকুল হিসাবে আখ্যায়িত করে গদাইপুরে ভবন নির্মানের পক্ষে মতামত প্রদান করেন। রিপোর্টে তিনি খাজরা এলাকায় চাঁদাবাজ, দুর্নীতিবাজসহ নানা অপমানজনক কথার অবতারনা করে খাজরার মানুষকে চরম ভাবে অপদস্ত করেছেন। অথচ খাজরায় কোন নদী ভাঙ্গন নেই, এখানে ভূমি অফিসের নামে জমি আছে, খাজরা বাজারে অফিসের স্থান, এর পার্শবর্তী এলাকা ইউনিয়ের ৯টি মৌজার মধ্যে সাড়ে ৬টি মৌজা অবস্থিত।

এদিকে, এলাকার শত শত মানুষ এডিসির রিপোর্টের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। দুর্নীতিবাজ তহশীলদার আঃ হাইকে অবিলম্বে অপসারন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি করে পুনরায় সরেজমিন তদন্তের দাবী জানান। সাথে সাথে খাজরার নির্দিষ্ট ভূমি অফিসের জায়গায় ভূমি অফিসের ভবন নির্মানের জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে সাতক্ষীরাসহ ৩৯টি সংসদীয় আসনেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে বেড়িবাঁধের পাশ থেকে বৃদ্ধের ম*র*দে*হ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বিজন কুমার দে (৬২) নামে এক ব্যক্তির মরদেহবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ঘের ব্যবসায়ীর মৃ*ত্যু, আত্মহ*ত্যা নাকি হ*ত্যা- তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার লালদাছি গ্রামে চলতি বছরের ২৪ জানুয়ারি ঘেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনি তেতুলিয়ায় নদীভাঙ্গনে আশংকায় শত শত পরিবার
  • আশাশুনির শোভনালীতে উন্নয়ন সংস্থার আয়োজনে যুব দিবস পালিত
  • উদারতার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত
  • সাতক্ষীরায় বিনামূল্যে চোখের চিকিৎসা
  • আশাশু‌নির শ্রীউলায় উদারতার উদ্যোগে গাছের চারা বিতরণ
  • আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
  • আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ
  • সাতক্ষীরায় জুলাই গণঅভ্যূত্থান দিবসে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন
  • আশাশুনির পারিশামারি হাইস্কুল অ্যালামনাই কমিটি।। বিচিত্র সভাপতি ও ডা.মিনাক সম্পাদক নির্বাচিত
  • আশাশুনিতে দুর্যোগ সহনশীল কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
  • আশাশুনির খোলপেটুয়া নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদে*হ উদ্ধার