শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

কলারোয়ায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শাহীন ইমরান।

মঙ্গলবার (৫জানুয়ারী) উপজেলা জয়নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি অর্থায়নে নির্মাণাধীন ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শন করেন তিনি।

শাহীন ইমরান সেখানে ঘুরে ঘুরে ঘরের অবকাঠামো বিষয় অবলোকন করেন ও বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।

জয়নগর ইউনিয়নে প্রথম পর্যায়ে ১০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে। চলমান গৃহ নির্মাণ শেষ পর্যায়ে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সুলতানা জাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবুসহ জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয়রা।

ইউএনও মৌসুমী জেরিন কান্তা জানান, ‘কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম পর্যায়ে ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য সরকারি অর্থায়নে গৃহ নির্মাণ করা হচ্ছে। জয়নগরে নির্মাণ করা হচ্ছে ১০টি।’

এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শাহীন ইমরান কলারোয়া পৌছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।

উল্লেখ্য, গেলো বছরের ১ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড়ে কলারোয়ায় ভূমিহীন হতদারিদ্রদের মাঝে ভূমি প্রদান করে সেখানে গৃহ নির্মাণ কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান।

সেদিন অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জামান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যাদের জমি নাই তাদের ২শতক করে জমি দিয়ে সেই জমিতে ১লাখ ৭৫হাজার টাকার মধ্যে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।
তিঁনি আরো বলেছিলেন, ‘যারা ঘর পাচ্ছেন তারা নিজেরাই গৃহ নির্মাণের দেখভাল করবেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তদারকি করবেন।’

ইউএনও মৌসুমী জেরীন কান্তা সেদিন জানান, ‘উপজেলাব্যাপী প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৩০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৭০টি গৃহ নির্মাণের বরাদ্দ রয়েছে। সর্বমোট ১০০টি গৃহ নির্মাণ করা হবে।’
তিঁনি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে ২শতক করে খাস জমি প্রদান ও গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বেহাল দশার হাসপাতাল রোডের সংষ্কার কবে?

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়ক—হাসপাতাল রোডটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে রাস্তার কালভার্ট ভেঙ্গে মরন ফাঁদ!

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছি‌ বাজার থেকে গাড়াখালি রাস্তার বিলাত‌‌ আলী‌ গাজীর বাড়িরবিস্তারিত পড়ুন

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

  • বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ
  • কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ
  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..