শ্যামনগরে অর্থের বিনিময়ে নৈশ প্রহরী নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন


সাতক্ষীরার শ্যামনগরের কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে নৈশ্য প্রহরী নিয়োগ অনিয়মের অভিযোগ উঠেছে।
উক্ত নিয়োগ বাতিল পূর্বক স্বচ্ছ নিয়োগের দাবিতে শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে শ্যামনগরের আবাদচন্ডিপুর গ্রামের মোহাম্মাদ আলী সরদারের পুত্র আশরাফ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ছয় ভাই এর মধ্যে চার ভাই (এম, এ) পাশ। কলবাড়ী নেকজনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ০.৩৩ শতক জমি ১৯৮৫ সালে বিদ্যালয়ের নামে দান পত্র করে দেয় (দলিল নং ৬২৭৪/১৯৮৫, ৯৮১০/১৯৮৫) আমাদের পিতা মোঃ মোহাম্মাদ আলী সরদার। ওই সম্পত্তি বর্তমান মূল্য ৫০ লক্ষ টাকা। ঘোষনা থাকে আমাদের পরিবার থেকে যোগ্যবান শিক্ষিত হলে উক্ত বিদ্যালয়ে চাকুরী দেওয়া হবে। কিন্তু সেটি ভঙ্গ করে বর্তমান কমিটির নেতৃবৃন্দরা নিজেরা প্রভাব খাটিয়ে উক্ত প্রতিষ্ঠানে নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্য করে যাচ্ছে। যার কারনে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন হচ্ছে না হচ্ছে অবনতি। কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিগত ২০০৩ সালে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম সহ এ যাবৎ কাল যত নিয়োগ প্রক্রিয়া হইছে তাহা নিজেদের বাছাইকৃত ও মনোনিত কালো টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হইছে। বর্তমানে ০৩/০৮/২০২০ইং তারিখে দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞত্তি দেওয়া হলেও পূর্বের নিয়মটি চালু রাখছে। আমরা তিন ভাই নৈশ্য প্রহরী পদে আবেদন করলে মোঃ আব্দুল মজিদ, মোঃ মাছুম বিল্লাহকে ২৫/০৮/২০২০ইং তারিখে নকিপুর পাইলট মালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১১ টায় পরীক্ষার সময় দেওয়া হয়। সে অনুযায়ী বেলা ১১টায় নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিকাল ৩.১৫ মিনিটে গোপনে পরীক্ষার নামে পাতানো বোর্ড অনুষ্ঠিত হয়। শুধু মাত্র লোক দেখানো পরীক্ষা নেওয়া হয়। উক্ত নিয়োগে এধরনের বাণিজ্য হতে পারে অনুভব করে গত ২৩/০৮/২০২০ তারিখে পূর্বের আবেদনের ভিত্তিতে নির্বাচন অফিসার আশ্বাস দিয়ে ছিলেন স্বচ্ছ নিরপেক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু সঠিক সময়ে পরীক্ষা না হয়ে এবং স্বচ্ছ না হয়ে পাতানো নিয়োগ বোর্ডের ওই নিয়োগে দুর্নীতি করা হয়েছে। যা একজন অসহায় পরিবারের সন্তানকে চাকুরি দেওয়ার নামে প্রতারনার শামিল। এতেই বোঝা যায় ওই নিয়োগে কতটা দুর্নীতি অনিয়ম হয়েছে। এই নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা গ্রহনের তারিখ ১৯/০৯/২০১৯ এবং ২৩/০৯/২০১৯ তারিখে দিলেও মোটা অংকের টাকা লেন দেনের কারনে উক্ত পরীক্ষা তারা গ্রহন করেননি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সুশাসনের সময়ে শ্যামনগর উপজেলাধীন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে টাকার বানিজ্যের চক্রান্ত বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করলেও প্রতিষ্ঠানের সভাপতি ও ৯নং বুড়িগলিনী ইউপি চেয়াম্যান ভবতোষ কুমার মন্ডল ও অত্র স্কুলের প্রধান শিক্ষক শিবাসিশ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ মোটা অয়কের বিনিময়ের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মাধ্যমে দুই ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাদেরকে নিয়োগ দিয়েছেন।
তিনি ওই নিয়োগ বাতিল পূর্বক স্বচ্ছ নিয়োগ বোর্ডের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
