আফগানদের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা টাইগারদের
আফগানিস্তানের বিপক্ষে তিন দিনের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের।
প্রথমবার ডাক পেলেন মাহমুদুল হাসান জয় ও এবাদত হোসেন।
আর অনভিষিক্ত হিসেবে আছেন নাসুম আহমেদ ও ইয়াসির আলি রাব্বি।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজটি মাঠে গড়াবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামি ২৩ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজ।
একনজরে ওয়ানডে সিরিজের দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।
বিপিএলের খেলোয়াড় দিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজাল আফগানিস্তান
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবার দুটি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তারা।
চলতি বিপিএলে খেলা স্পিনার কাইস আহমেদ ও পেসার ফজল হক ফারুকি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন। এই ফজল হক আইপিএলের নিলামেও দল পেয়েছেন।
এদিকে, আবারও দলে জায়গা হারালেন এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদ। আসন্ন টি-টোয়েন্টিতে আফগান স্কোয়াডে নতুন মুখ তরুণ পেসার নিজাত মাসুদ।
এদিকে, ওয়ানডে ও টি-২০ দুই সংস্করণের দলেই রাখা হয়েছে মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান ও মুজিব উর রহমানদের। টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়া ফারুকি-কাইসদের মতো বিপিএল মাতাচ্ছেন মুজিব-করিম জানাতরাও।
আগামী ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। এদিকে সিরিজ শুরুর ১২ দিন আগেই বাংলাদেশে আসে ২২ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ায় এই বহরের সঙ্গে ছিলেন না আফগান লেগ স্পিনার রশিদ খান। লিগ শেষে তিনিও যাত্রা করবেন বাংলাদেশের উদ্দেশে।
সফরকারীদের এতো আগে আসার কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবিকে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবিও তাদের প্রস্তাবে সাড়া দেয়। তবে এই ক্যাম্পে থাকবেন না দলটির তারকা ক্রিকেটার রশিদ খান। পাকিস্তান সুপার লিগে ব্যস্ত থাকায় রশিদ ক্যাম্পে থাকবেন না। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলবেন। ২০ ফেব্রুয়ারি তার ঢাকায় পা রাখার কথা রয়েছে।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাঈ, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদীন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই। এছাড়া রিজার্ভ হিসেবে রাখা হয়েছে কায়েস আহমেদ ও সেলিফ সাফিকে।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসুদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)