রবিবার, মে ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবির ঈগল প্রতীককে বিজয়ী করতে মাগুরা বৌবাজারে নির্বাচনী পথসভায় ভোটারদের গণজোয়ার

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা বৌবাজারে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ’র সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি বিগত ১০ বছর নৌকা প্রতীকের এমপি হয়ে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার উন্নয়ন করেছি। এবার সাতক্ষীরা-২আসনে নৌকা প্রতীক নেই। এবার আমি ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। সাতক্ষীরার উন্নয়নে আমাকে যোগ্য মনে করলে আপনারা আবার আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। তিনি আরো বলেন, ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত দেখে ষড়যন্ত্র ও মিথ্যাচার বেড়ে গেছে।

কিন্তু জাতীয় পার্টির লাঙ্গলের পথসভায় আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, সরকার ও প্রশাসনের বিরুদ্ধে জাতীয় পার্টির প্রার্থী কথা বলছে। আর আমার দলের অতি উৎসাহী ৬/৭ জন নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে বলা কথার প্রতিবাদ করা তো দুরের কথা তারা নিরবে শুনছেন। তারা আরো বলছে সাতক্ষীরার মাটি জাতীয় পার্টির ঘাঁটি, লাঙ্গলের ঘাটি। হায়রে অভাগা।

ঐসব সুবিধাবাদী মুখোশধারী আওয়ামী লীগ নেতাদের ধিক্কার জানায়। যারা আমার দলের বিরুদ্ধে আমার সরকারের বিরুদ্ধে বলছে তাদের সাথে থেকে এখনো তারা লাঙ্গলের জন্য ভোট চাইছে। এদের কোন লজ্জা নেই। ওরা আবার বঙ্গবন্ধুর সৈনিক দাবী করে কিভাবে।”
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, আফজালুর রহমান, জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহসান হাবীব অয়ন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন, এডভোকেট সাইদুজ্জামান জিকো, সাইদুর রহমান অপু, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। ICT কোচিং সেন্টার শনিবার রাতবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে যা বললেন তামিম

তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি।বিস্তারিত পড়ুন

যশোরের মনিরামপুরে ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরের অভিশপ্ত ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না যেনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: ৫ ব্যবসায়ীকে জরিমানা
  • নারীরা যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহণের সুযোগ পাবে: জামায়াতের নায়েবে আমীর
  • ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত মহাসড়ক হবে ছয় লেনের : উপদেষ্টা সাখাওয়াত
  • দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল
  • বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিলেন তামিম ইকবাল
  • আইসিটি অ্যাক্টে আ’লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে বৈঠক ডাকা হয়েছে : প্রেস সচিব
  • সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের
  • আইপিএল স্থগিত
  • কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী
  • আইভী আটক, কারাগারে পাঠানোর আদেশ
  • আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা
  • যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম