বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কলারোয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।

একই সাথে উপজেলা পরিষদের মাসিক সভা, এনজিও সমন্বয় সভা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলার সকল দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ডাক্তার, সীমান্ত ক্যাম্পের বিজিবি প্রতিনিধি ও সাংবাদিকগন।

অনুষ্ঠানের শুরুতেই কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা গত মাসিক সভায় উত্থাপিত অভিযোগ ও তার সমাধান পড়ে শোনান।

অনুষ্ঠানে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) তার স্বাগত বক্তব্যে সদ্য অনুষ্ঠিত কেরালকাতা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সুষ্ঠ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহনযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য কলারোয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন-মাদক সেবন ও ব্যবসার সাথে যে সমস্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। ইউনিয়নের বিভিন্ন রাস্তা গুলো দখল হয়ে অপ্রশস্ত হয়ে পড়ছে ফলে সেখানে গাড়ি চলাচলে বিগ্ন ঘটছে। সেগুলো দখল মুক্ত করা জরুরি হয়ে পড়েছে।

যুগিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান বলেন- ইউনিয়ন পরিষদের নির্বাচনের নামে গ্রামের মধ্যে বিভিন্ন সময়ে দলগত ভাবে কিছু উৎশৃঙ্খল যুবক মোটর সাইকেলের হর্ণ বাজিয়ে এলাকার মানুষের শান্তি বিনষ্ট করছে। এছাড়া ইট ভাটার মাটি কাটা ও বহনকারী গাড়ি বেপরোয়া ভাবে চলাচল করার কারনে এলাকার মানুষ বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ নিয়ে আমরা রীতিমতো শঙ্কিত।

কলারোয়া গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব বলেন- পৌর সভার মধ্য অপরিকল্পিত ভাবে ইজিবাইক, চার্জার ভ্যানচলার কারণে বিভিন্ন রাস্তায় দীর্ঘ সময় ধরে যানজট লেগেই থাকে তার একটা জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি বলেন- আমার ইউনিয়নে ইদানীং আবার জুয়া খেলার প্রবনতা বৃদ্ধি পেয়েছে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কলারোয়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) হারান চন্দ্র পাল সম্প্রতি ঘটে যাওয়া হেলাতলা ইউনিয়নে আপন ভাই কর্তৃক ৪ খুন, উপজেলার দেয়াড়া ইউনিয়নে আপন জামাতা ও ভাতিজা কর্তৃক চাচাকে খুনের বিস্তারিত আলোচনা করে বলেন- এই বিচ্ছিন্ন দুটি ঘটনায় আমরা মর্মাহত। এছাড়া অন্যান্য যে সমস্ত অভিযোগ আজ এই সভা থেকে পেলাম সেগুলোর বিষয়ে কলারোয়া থানা পুলিশ কার্যকারী ব্যবস্থা নেবে অতি শীঘ্রই।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বিচ্ছিন্ন দুটি হত্যাকান্ডের ঘটনা ব্যতিত কলারোয়া উপজেলার আইন শৃঙ্খলার মান মোটামুটি ভাল। তবে কোন একটি ঘটনা ঘটলে কলারোয়া উপজেলার সাংবাদিকগন দুটো গ্রুপে ভাগ হয়ে সেই ঘটনার পক্ষ, বিপক্ষ নিয়ে আলাদা আলাদা সংবাদ প্রকাশ করেন যেটা খুবই দুঃখ জনক। সকল সাংবাদিক সত্য,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। আমি আপনাদের সন্মান করি, বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে অন্যায় কারী আমি হলেও আমার বিপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন।

সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা সকল ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন- আপনারা এখন থেকে ইউনিয়ন পরিষদে এই আইন শৃঙ্খলা মিটিংয়ের আদলে অনুরূপ একটি মিটিং করে এখানে উত্থাপিত সকল সমস্যার সমাধান করতে পারেন। প্রয়োজনে কোন সমস্যা বোধ করলে আমাকে এবং ওসি সাবেককে জানাবেন।

করোনার দ্বিতীয় ঢেউ চলছে উল্লেখ করে তিনি বলেন- ক্রেতা সাধারণকে মাস্ক ব্যতিত দোকানে এবং বাজারে প্রবেশ করতে দেওয়া যাবে না। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

একই রকম সংবাদ সমূহ

৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণ কাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার

শেখ জিল্লু: সাতক্ষীরার কলারোয়ার জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বেত্রবতী সেতু নির্মাণ কাজ কিছুটাবিস্তারিত পড়ুন

‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

কলারোয়ায় মহান মে দিবস উদযাপন করেছে উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ও রিকসা-ভ্যান শ্রমিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তৃষ্ণার্ত পথচারীদের পানি ও স্যালাইন দিলেন স্বপন এমপি
  • কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ
  • কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
  • কলারোয়ায় তথ্য অধিকার বাস্তবায়নসহ একাধিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রঙ্গিন টিভি উপহার দিলেন সাইফুল্যাহ আজাদ
  • কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর বিশাল শো-ডাউন
  • সাতক্ষীরার কলারোয়ায় দেবোত্তর মন্দিরের সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলারোয়ার গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি, বাতাসে দুলছে চাষীর স্বপ্ন
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ ও দায়িত্ব অর্পণ
  • কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা