কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়


কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সৌজন্য মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ মতবিনিময় করেন। বেলা সাড়ে ১২টায় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি আমার হাত ধরেই এমপিওভুক্ত হয়। এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো যা কিছু দৃশ্যমান তার সবটাই আমার সময়ে করা হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। তাই আমি বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়নে আপনারা আমাকে জয়যুক্ত করবেন।
মতবিনিময়কালে তিনি আরো বলেন, আপনাদের সমর্থন ও ভালবাসায় যদি আবারো নির্বাচিত হতে পারি তাহলে এলাকার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, প্রাক্তন ছাত্র সঞ্জীব, ঈশারুল, মাসুম বিল্লাহ, হাবিব, আলি হাসান, মামুন, রুহুল বারিক, রাব্বি, অফিস সহায়ক ফারুক হোসেন প্রমুখ।
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বেত্রবতী হাইস্কুল ছাড়াও কলারোয়া পৌর সদরের শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, আলিয়া কামিল মাদ্রাসা বঙ্গবন্ধু মহিলা কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে সৌজন্য মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ২০০৪ সালে তালা-কলারোয়া সংসদীয় আসনে একসাথে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেন। যেটি বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
মোস্তফা হোসেন বাবলু : কলারোয়ায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাই ৪০টি বেঞ্চবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রোববারবিস্তারিত পড়ুন

