রবিবার, মে ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫১তম মহান বিজয় দিবস। এদিনে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাবৃন্দকে। শুক্রবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত, রাজনৈতিক কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় শহীদ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, রিপোর্টার্স ক্লাব, কালিগঞ্জ প্রেসক্লাব, জাতীয় পার্টি, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কাুটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজ, উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল সোয়া ৮ টায় সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। মার্চ পাস্ট ও শরীর চর্চা প্রদর্শনী শেষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও সূধীবৃন্দের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সমন্বয়ে সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়। তবে যথাযথ ব্যবস্থাপনা না থাকায় সকাল ৮ টায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও বিজয় স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন না করেই পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

এসময় জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলেও তিনি বিষয়টির গুরুত্ব না দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শেষ করেন। এঘটনায় উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা

সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্দ প্রদান ও মতবিনিময়বিস্তারিত পড়ুন

এসএসসিতে কালিগঞ্জের মিলনী হাইস্কুলের অভাবনীয় সাফল্য

২০২৪ সালের এসএসসি পরীড়্গায় দেশ সেরা যশোর বোর্ড, বোর্ডের সেরা সাতক্ষীরা জেলা।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে রাতের আঁধারে স্থাপনা সহ সরকারি জায়গা দখলের চেষ্টা
  • কালিগঞ্জে সাংবাদিক বাবলুসহ নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিকে রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন
  • প্রথম ধাপে সাতক্ষীরার দুই উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
  • জমে উঠেছে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন
  • সাতক্ষীরার উন্নয়নে পাঁচ এমপিকে এক টেবিলে বসার আহবান নাগরিক কমিটির
  • কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • কালিগঞ্জে দুই প্রতারক আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির হাড়গোড় উদ্ধার, আটক ১
  • কালিগঞ্জে কম্পিউটার বেসিক এণ্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন
  • কালিগঞ্জের নির্বাচনী দায়িত্ব প্রদানে ব্যাপক স্বেচ্ছাচারীতার অভিযোগ
  • কালিগঞ্জে কেমিক্যাল মিশ্রিত ১২ হাজার কেজি অপরিপক্ক আম ধ্বংস
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড