মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। প্রচারণার শেষ দিন প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। করছেন উঠান বৈঠকসহ নানা কায়দায় ভোট প্রার্থনা। আট মের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস শেখ মেহেদী হাসান (সুমন)- ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বরিবার শেখ মেহেদী হাসান(সুমন) নলতা , তারালী , ভাড়াশিমলা, মথুরেশপুর ইউনিয়ন
বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন এবং কয়েকটি উঠান বৈঠকে অংশ নেন। তার একসঙ্গে কালিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দেখা গেছে।

বর্তমান কালিগঞ্জ উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ মেহেদী লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন।

শেখ মেহেদী হাসান (সুমন) সঙ্গে ছিলেন, ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, ২ নং বিষ্ণুপুর জাহঙ্গীর আলম, ৩ নম্বর চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ মণ্ডল, ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নম্বর তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ১১ নম্বর রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন,

পাঁচনম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম এসময় বলেন, আমরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি তারা যাতে ভোট কেন্দ্রে আসেন। এছাড়া এবারের নির্বাচনে যে দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে আমাদের দৃষ্টিতে আনারস মার্কার
শেখ মেহেদী হাসান (সুমন) একজন জনবান্ধব প্রার্থী হিসেবে মনে হয়েছে। তিনি নির্বাচিত হলে জনগণ তার দ্বারে যেকোন কাজে যেকোন সময় যেতে পারবেন। আমরা ভোটারদের দ্বারে এজন্য শেখ মেহেদী হাসান (সুমন) আনারস মার্কায় ভোট প্রার্থনা করছি।

শেখ মেহেদী হাসান(সুমন) বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হলে কালিগঞ্জ উপজেলার প্রত্যেক সাধারণ মানুষ চেয়ারম্যান হবে, আমি সবার সুমন হয়ে থাকবে, উপজেলার প্রত্যেক টি বাজেট সবার সামনে প্রকাশ করবো, আমার সব সময় মনে হয়েছে সাধারণ মানুষের পাশে যাওয়া উচিত সেটাই আমি করছি, যেভাবে আমাকে সবাই কাছে টেনে নিয়েছে জয়ের ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী।

মোহাম্মদ সাঈদ মেহেদী বলেন, আমার বিগত দিনের কাজের প্রতি আস্থা রেখেছে বলেই জনগণ আমার পক্ষে রয়েছেন। তাদের মতো মোহাম্মদ সাঈদ মেহেদী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও আমার জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশাবাদি।

কালীগঞ্জ উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মোতাবেক মোট ভোটার রয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৪১৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১লক্ষ ২২ হাজার ৩৯৫ জন, হিজড়া ২ জন।

একই রকম সংবাদ সমূহ

পদত্যাগপত্রে কী লিখেছেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক,বিস্তারিত পড়ুন

এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম

সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সদ্যবিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: শফিকুল আলম
  • শেখ হাসিনার নেতৃত্বে পিলখানায় হত্যাযজ্ঞ: মির্জা ফখরুল
  • বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মা*রা গেছেন
  • ক্ষমতায় থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে: মির্জা ফখরুল
  • পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
  • ‘যখন কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছিল’ : তারেক রহমান
  • মঈন খানের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে ২৩ সদস্যের প্রতিনিধিদল
  • আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে বিএনপি: তারেক রহমান
  • যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল, সম্পাদক খোকন
  • অনেক সাংবাদিক আখের গোছানোর জন্য দালালি করেন: মির্জা ফখরুল
  • খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন
  • খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী—এটি বিএনপির অবস্থান নয়: রিজভী