শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পুকুরে গরুর বর্জ্য ফেলে মাছ নিধন!

সাতক্ষীরার তালায় পুকুরে গরুর বর্জ্য ফেলে মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে।

প্রতিপক্ষ ব্যক্তিরা হলেন মাছিয়াড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ মোড়লের তিন পুত্র আব্দুল্লাহ মোড়ল, সোহাগ মোড়ল ও ফুরকান মোড়ল।

এ ব্যপারে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

একবছর পূর্বে এলাকাবাসী ঐ পুকুরের পানি গোসল ও রান্নার কাজে ব্যবহার করতো। সেই পুকুরের পানি বর্তমানে ব্যবহার তো দুরের কথা এসিডে পরিণত হয়েছে এবং প্রতিনিয়ত মাছ নিধন শুরু হয়েছে। এলাকায় মাছ মরে বাতাসে দূর্গন্ধ ছড়াচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসী প্রতিপক্ষের এহেনও আচরণের বিচার দাবি করেছেন।

মাছিয়াড়া গ্রামের মৃত মোজাহার মোড়লের ছেলে আবু সিদ্দিক মোড়ল জানান, এক বছর আগে ঐ পুকুরের পানি মানুষ গোসল এবং রান্নার কাজে ব্যবহার করতো। বর্তমানে সোহাগ গংরা তাদের গরুর খামারের বর্জ্য ফেলে পুকুরের পানি দুর্ষিত করে ফেলেছে। তাদের এই বর্জ্য ফেলোর ফলে পুকুরের রুই, কাতলা, মৃগেল, গ্লাসকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে।

আবেদনকারী ও ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, পুকুরটি দুই শরিকের। তারাও মাছ দেয় আমরাও মাছ দিয়ে সেটি ভোগ করা হয়। ঐ পুকুরের পানিতে গোসল ও রান্নার কাজে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে সোহাগ গংরা গরুর খামার করে সেখানে পাইপ লাইনের মাধ্যমে গরুর সকল বর্জ্য পুকুরে ফেলার কারনে পানি ব্যাবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী মনোয়ারা বেগম সংশ্লিষ্ঠ দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

ইউপি সদস্য হাসান আলী পাড় জানান, সোহাগ গংরা পাইপ লাইনের মাধ্যমে গরুর বর্জ্য পুকুরে ফেলার ফলে মাছ মরে যাচ্ছে এটি একটি মারাত্মক অপরাধ। তাদের বসাবসির কথা বলা হলেও তারা বিভিন্ন তালবাহানা করে কোথাও না বসার পরে ইউনিয়ন পরিষদে বসার দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ জানুয়ারী।

এ ব্যপারে প্রতিপক্ষ সোহাগ জানান, পুকুরের ধারে মনোয়রাদের বাঁশ এবং বিভিন্ন প্রজাতির গাছের পাতা পড়ে পানি নষ্ট হচ্ছে। তাদের নিশেধ করার পরও যখন শুনেনি তখন আমি আমার খামারের গরুর বর্জ্য পাইপ লাইনের মাধ্যমে পুকুরে ফেলেছি। আমার জায়গায় আমি বর্জ্য ফেলেছি আমার আর ফেলার জায়গা নেই।

সেনেটারী ইন্সেপেক্টর আব্দুল মতিন জানান, আমি ইউএনও স্যারের প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম। পুকুরে গরুর বর্জ্য ফেলছে এবং স্বীকার করেছে। আমি তার ছবি নিয়ে এসেছি, ইউএনও স্যারের কাছে তার প্রতিবেদন দিব। তিনি আইনী প্রক্রিয়ায় যা হয় তাই করবেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, আমার কাছে আবেদন দিয়েছিলো, আমি সেটি তদন্তের জন্য সেনেটারী ইন্সেপেক্টরকে দায়িত্ব দিয়েছি। সেনেটারী ইন্সেপেক্টরের তদন্ত প্রতিবেদনের সত্যতা পাওয়া গেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল সরদার (হাসিদ) এর জানাজা ও দাফন সম্পন্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোয়াদ্দারের শ্বশুর,বিস্তারিত পড়ুন

তালায় জনসমুদ্রে ফুটবল ফাইনাল, স্টেডিয়াম নির্মাণের ঘোষণা সাবেক এমপি হাবিবের

“মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

তালায় হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে বুধবারবিস্তারিত পড়ুন

  • তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
  • তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা
  • তালায় মাদ্রাসা শিক্ষকের কোপে ছাত্রের মা আহ*ত, শিক্ষক গ্রেফতার
  • তালায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব
  • তালায় নাজমুল ও রাজু গংদের গ্রফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • তালায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রে*প্তার
  • দাড়ি-পাল্লায় ভোটের জোয়ার বইছে সারা দেশে : গোলাম পরওয়ার
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • তালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
  • তালায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ