বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় রমজান ও বিভিন্ন জাতীয় দিবসের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রমজানের পরিত্র রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিং এবং বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহাবুবুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তোজা মোহাম্মাদ আনারুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিটশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় সিদ্ধান্ত হয় পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

খোঁলা বাজারে কেউ ইফতারি বিক্রি করলে মোবাইল কোর্টের ব্যবস্থা। বাজার ও খাদ্যের মান নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত সর্বদা তৎপর থাকবে। অস্বাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য পেলেই আইনগত ব্যবস্থা। সেহারি, ইফতারি, তারাবি চলাকালিন সময়ে বিদ্যুৎ সরবাহ অব্যাহত রাখতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

সেহেরীর পূর্বে দীর্ঘ সময় ধরে মাইক না বাজিয়ে নির্দিষ্ট সময়ে অন্য ধর্মের মানুষ, শিশু ও অসুস্থদের কথা মাথায় রেখে ধর্মীয় কর্মকান্ড পালনের সিদ্ধন্ত গৃহিত হয়। পাশাপাশি অন্যধর্মের অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিমদের কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়।

এছাড়া আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও রাত ১০ টায় সমগ্র উপজেলায় এক মিনিট বিদ্যুৎ সংযাগ বন্ধ রেখে দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা, আলোক সজ্জা করা, বীরমুক্তিযোদ্ধাদের কবর জিয়রত ও আত্মার শান্তি কামনায় দোয়া, মুক্তিযোদ্ধা পরিবারে সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

এনএসআই-এ চাকরির দেয়ার নামে প্রতারণার অভিযোগে কলারোয়ায় যুবক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ‘এনএসআই’ এর নিয়োগ পরীক্ষায় প্রতারণার সম্পৃক্ততায় সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান

যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকবিস্তারিত পড়ুন

মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিসবিস্তারিত পড়ুন

  • এক হাজার শয্যার চীন সরকারের হাসপাতাল হবে নীলফামারীতে
  • সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হলো
  • সাতক্ষীরায় বজ্রপাতে মহিলার মৃ*ত্যু
  • শিগগিরই বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ
  • হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • রেকর্ড উচ্চতায় সোনার দাম, প্রভাব পড়বে বাংলাদেশেও!
  • এবার আদালতে ভেংচি কাটলেন শাজাহান খান
  • বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত
  • লক্ষ্মীপুরে এসডিএফের ০৮ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু
  • ‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’
  • ভোমরায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান
  • সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন