শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের ‘ডাবল মিউট্যান্ট’ করোনা যুক্তরাষ্ট্রে

ভারতের পাওয়া নতুন ধরনের ‘ডাবল মিউট্যান্ট’ করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক রোগীর দেহে শনাক্ত হয়েছে। স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে ওই রোগী বাস করেন। সোমবার মার্কিন কর্তৃপক্ষ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল-এর বরাতে এখবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, স্ট্যানফোর্ড হেলথ কেয়ার ক্লিনিক্যাল ভাইরোলজি ল্যাবরেটরিতে ওই রোগীর দেহে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গিয়েছে। নতুন এই ধরনকে বলা হচ্ছে ডাবল মিউট্যান্ট। কারণ এই ভাইরাস দু’বার পরিবর্তিত হয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ পিটার চিন হং বলেন, ভারতীয় এই মিউটেশন দু’বার হচ্ছে। এমন বৈশিষ্ট্য প্রথম দেখা যাচ্ছে করোনাভাইরাসে।

বিশেষজ্ঞদের মতে, ডাবল মিউটেশন মানে হলো, কোনও একটা ভাইরাসে একই সঙ্গে দুইটি মিউটেশন বা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ভাইরাসের স্পাইক প্রোটিনে দুইটি মিউটেশন থাকার মানে হলো, সেটি আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এবং ভাইরাসকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ফলে এটি আরও বেশি সংক্রামক হয়ে ওঠে।

গবেষকরা এই ধরনে এক জন আক্রান্তের কথা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আরও সাত জন একই ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে এটি নিশ্চিত হওয়ার আরও পরীক্ষার প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) থেকে আনুষ্ঠানিকভাবে এই ডাবল মিউট্যান্ট ধরন শনাক্তের কথা নিশ্চিত করা হয়নি। তবে ইতোমধ্যে তারা অন্য পাঁচটি মিউটেশনের কথা নিশ্চিত করেছে।

ভারতে দ্রুত সংক্রমণ বৃদ্ধির পেছনে নতুন এই ধরনকে দায়ী করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ১৫ ফেব্রুয়ারি দৈনিক সংক্রমিতের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি থাকলেও ৪ এপ্রিল তা ১ লাখ ছাড়িয়ে গেছে।

ভারত সরকারের তথ্য অনুসারে, নতুন ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট ছাড়াও দেশটিতে ১০ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের আরও ৭৭১টি ধরন শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৩৬টি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরন, ৩৪টি দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরন আর একটি ব্রাজিলের ভাইরাসের ধরন পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস

নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দেশটিতে ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস দিয়েছেবিস্তারিত পড়ুন

দিল্লিতে সভা : ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি মানতে হবে’

হঠাৎ (পালাবদল) হয়ে যাওয়ায় (দিল্লির) একটা শকের মতো হয়ে গিয়েছিল… এখন মেনেবিস্তারিত পড়ুন

ভারতজুড়ে গণবিক্ষোভ নিয়ে চাপে মোদি

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণবিক্ষোভ যে শাসক শক্তির ভিত নাড়িয়ে দিচ্ছে তাবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে গাজায় ইসরায়েলের স্থল অভিযান জোরদার
  • প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি
  • নেপালে ফের বিক্ষোভ, নতুন প্রধানমন্ত্রীকেও চায় না জেন-জি
  • সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত
  • বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর কোনগুলো, জেনে নিন
  • নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে
  • বাংলাদেশে জামায়াতের উত্থানে শঙ্কিত হর্ষবর্ধন শ্রিংলা
  • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ
  • ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
  • পরিবর্তন চাইছে এশিয়ার ক্ষুব্ধ জেন-জি