শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গ নির্বাচন

মমতার ভাঙা পা: তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ!

গত ১০ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার ‘নন্দীগ্রাম’ কেন্দ্রে নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে পায়ে চোট পান তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। ওই ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা। যদিও গেরুয়া শিবিরের অভিমত গোটাটাই নাটক। নির্বাচনে সহানুভূতি পাওয়ার জন্যই দিদি এটা করছেন। নির্বাচন কমিশনের কাছে পেশ করা রিপোর্টেও নিছকই দুর্ঘটনা বলেই জানানো হয়। এরপর কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর ফের নির্বাচনী ময়দানে ফেরেন মমতা।

আর এবার নির্বাচনী প্রচারণার মধ্য গগনে এসে মমতার ভাঙা-পা নিয়ে ফের নতুন বাগযুদ্ধ শুরু হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। দুই দিন আগেই মমতার আঘাতপ্রাপ্ত পা দোলানোর ভিডিও সামনে আসার পরই আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র প্রণয় রায়ের নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, সেখানে দেখা গেছে হুইল চেয়ারে বসেই প্লাস্টার বাধা পা দোলাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।

যদিও তাদের দলের সুপ্রিমোকে যেভাবে অপমান করা হচ্ছে- তার তীব্র নিন্দা জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। নারীদের কীভাবে সম্মান জানাতে হয় তাও বিজেপিকে শেখার কথা বলা হয়েছে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করে প্রণয় রায় লেখেন, ‘আমি জ্যোতিষী নই। কিন্তু একাধিক টিভি চ্যানেলে অনেক আগেই আমি বলেছিলাম নন্দীগ্রামে ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে।’

প্রণয় রায় জানান, ‘মমতার আঘাতপ্রাপ্ত পা দোলানোর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা বিজেপি কর্মীরা তোলেনি, তৃণমূলের কর্মী-সমর্থকরাই তুলেছে। আমরা চাই তিনি খুব দ্রুত স্বাভাবিক জনজীবনে ফিরে আসুন, আমরা তার জন্য প্রার্থনা করছি। কিন্তু হুইল চেয়ারে করে ঘুরে ঘুরে মমতার এই নাটক এখনই বন্ধ করা উচিত। তিনি যদি এভাবে তার পা দুলিয়ে ব্যায়াম করেন, তবে আমি তাকে পরামর্শ দেবো যে এখুনি হাঁটাহাটি শুরু করুন, এতে তিনি দ্রুত সেরে উঠবেন।

মমতাকে কটাক্ষ করে বিজেপির সিনিয়র নেতা রাহুল সিনহার বক্তব্য, মমতা দিদির পায়ের ব্যান্ডেজ ভোট টানতে পারবে না। তিনি বলেন, ‘মমতা যত তার আত্মবিশ্বাস হারাবেন, তার ব্যান্ডেজ তত বড় হবে। বাংলার মানুষ এখন আর এতে ভুলবে না। মমতার ভুলে যাওয়া উচিত যে তার কোন পা’য়ে চোট লেগেছে। তিনি ইতিমধ্যেই নির্বাচনে হেরে গেছেন, ব্যান্ডেজ আর তাকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারবে না।’

অন্যদিকে বিজেপিকে তোপ দেগে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, ‘আমাদের প্রিয় নেত্রীকে যেভাবে বিজেপি অপমান করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কেবল আমাদের মুখ্যমন্ত্রীকে অপমানই করছে না, রাজ্যের অন্য নারীদেরই অপমান করছে। নারীদের যোগ্য সম্মান জানানোর জন্য আমরা তাদের কাছে অনুরোধ জানাবো।’

শশী পাঁজার মতো একই সুর ধরা পড়েছে সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহার গলাতেও। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত জানান, ‘বিজেপি কি মমতার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারসহ রাজ্যের সব মানুষকেই মিথ্যাবাদী বলে চালাতে চাইছে? একমাত্র বিজেপিই এই ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারে।’

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ‘হামলার শিকার হয়ে একজন নারী যেভাবে উইলচেয়ারে বসে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে বিজেপির নোংরা রাজনীতির নিন্দা জানাই। এর অর্থ বিজেপি তার পায়ের তলার জমি হারাচ্ছে।’
তথ্যসূত্র: বিডি প্রতিদিনি।

একই রকম সংবাদ সমূহ

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবে জাপান

এশিয়া সফরের অংশ হিসেবে টোকিও গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরটিতে পাবিস্তারিত পড়ুন

ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টাবিস্তারিত পড়ুন

জাপানে ১ লাখ দক্ষ কর্মী নেয়ার প্রক্রিয়া জানালো প্রতিনিধি দল

বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন

  • রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার
  • আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হ্যারিসের
  • জাপানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী নির্বাচিত
  • শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো
  • বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
  • সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর
  • চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জাপানের তিন গবেষক
  • গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থনে রাস্তায় ইসরায়েলিদের ঢল
  • পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
  • পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০
  • এনআরবি কানেক্ট ডে’তে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা
  • ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন