শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজহাঁসের নিরাপত্তায় পুলিশ মোতায়েন!

ভারতের পশ্চিমবঙ্গে দেখা মিলেছে উত্তর আমেরিকার বিরল রাজহাঁস প্রজাতির পাখি ‘মিউট সোয়ান (Mute Swan)’।

স্থানীয় সময় সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের টংপুর এলাকায় পাখিটি প্রথমবারের মতো দেখা যায়। কিন্তু তারপরই সেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বারুইপুরের রামনগর এলাকায় আবারও দেখা মেলে পাখিটির।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার প্রথমবারের মতো পাখিটিকে টংপুর এলাকায় দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে নতুন এই পাখিটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। অনেকেই ছবি তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মকর্তারা। পাখিটিকে যেন কেউ বিরক্ত কিংবা মেরে না ফেলে সে জন্য পুলিশি পাহারার ব্যবস্থাও করা হয়। কিন্তু ওই রাতেই পাখিটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটির হদিস পায়নি বন বিভাগ।

সেই ঘটনার পর গত বৃহস্পতিবার বারুইপুরের রামনগর এলাকায় পাখিটি আবারও দেখা যায়। খবর পেয়ে সেখানেও উপস্থিত হন বন কর্মকতারা। এবার পাখিটিকে তারা আটক করেন এবং পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন এটি উত্তর আমেরিকা অঞ্চলের পাখি মিউট সোয়ান।

বন অধিদফতর গণমাধ্যমকে জানায়, এর আগে ভারতে মাত্র দুই বার গুজরাট ও ওড়িশায় পাখিটির দেখা মিলেছে। এ নিয়ে তৃতীয়বার পাখিটি ভারতে দেখা গেল।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামে একটি মিউট সোয়ানের দেখা মেলে। এটিই বাংলাদেশে প্রথমবার মিউট সোয়ানের দেখা পাওয়া যায়।

সে সময় বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা সময় নিউজকে জানিয়েছিলেন, পাখিটির প্রকৃত নাম মিউট সোয়ান (Mute Swan)। রাজহাঁস গোত্রের এই পাখিটি মূলত রাশিয়া, ইউক্রেন, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, যুক্তরাজ্য, সাইপ্রাস প্রভৃতি দেশের আবাসিক পাখি। এসব দেশের প্রকৃতিতে এটি পাওয়া যায়। এছাড়া এশিয়ার চীন, জাপান ও পাকিস্তানেও পাখিটির দেখা মেলে।

তিনি বলেন, মিউট সোয়ান দেখতে আকর্ষণীয় হওয়ায় নিউজিল্যান্ড, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে উন্মুক্ত পরিবেশে পালন করে প্রজনন করানো হয় এবং এসব দেশের আবহাওয়ার সঙ্গে পাখিটি চমৎকার মানিয়ে নেয়। তাই এই দেশগুলোতেও পাখিটি দেখা যায়। এ কারণে বিভিন্ন দেশের সাফারি পার্ক ও চিড়িয়াখানায় পাখিটিকে প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম শুরু হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা নিশ্চিত করলো আইপিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে দুর্ভিক্ষের বিষয়টি প্রথমবারেরবিস্তারিত পড়ুন

ভারতে ‘সস্তা’ রুশ তেলের শীর্ষ উপকারভোগী আম্বানি

ভারতের রুশ তেল আমদানি ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন

  • শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রে*ফতার
  • ভারতের জন্য তেলের দামে ৫ শতাংশ ছাড় ঘোষণা রাশিয়ার
  • গাজাযু*দ্ধে ১৯ হাজার শিশু হ*ত্যা করেছে ই*সরায়েল
  • কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • নাইজেরিয়ায় নামাজের সময় বন্দু*কধারীদের হাম*লা, নিহ*ত ২৭
  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রে*প্তার
  • যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি
  • প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
  • নোবেল পুরস্কার চাই ট্রাম্পের, বললেন নরওয়ের মন্ত্রীকে
  • মালয়েশিয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশি শ্রমিকরা
  • ১২ দিনে দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স