শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় বেড়ে চলেছে চোরের উৎপাত

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় চোরের চক্র সদস্যদের উৎপাত বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন সাধারণ মানুষ জানান, সন্ধ্যা হলেই কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় রাত ১২ টা পর্যন্ত ক্যারাম খেলার নামে জুয়া খেলা আসর বসে, মাদক কেনাবেচা ও মাদক সেবনের আসরে হাট বসে। আর এসবইর কারনে সাতক্ষীরা বাইপাস সড়কে একের পর এক ঘটনা ঘটতে থাকে ছিনতাই ও চুরি ঘটনা।

(৭ জুলাই) বুধবার দিবাগত রাতে একটি মসজিদে ও বাসাবাড়িতে চুরি হয়েছে। জানাগেছে, বুধবার দিবাগত গভীর রাতে কাশেমপুর বাইপাস সড়কে বায়তুন নুর জামে মসজিদের একটি মাইক সেট, মাইক্রোফন ও ৪ টি দান বক্সের টাকা চুরি করে নিয়ে যান চোর চক্র সদস্যরা। একই রাতে কাশেমপুর গ্রামের মোবারক আলীর বাড়ি থেকে তার ছেলের সবুরের ইজিবাইক একটি ব্যাটারি চুরি করে নিয়ে যান চোরের চক্র সদস্যরা।

কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির এক সদস্য জানান, তিনি ভোরে ফজরের আযান দিতে গিয়ে দেখে মসজিদের থাকা একটি মাইক সেট, একটি মাইক্রোফোন ও ৪টি দান বক্স নেই। তখন তিনি মসজিদ কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করলে তিনি সহ মসজিদ প্রতিষ্ঠাতার সদস্য সাংবাদিক সেলিম হোসেন ছুটে আসেন। এরপর ইমাম সহ মুসল্লিরা মসজিদের আশেপাশে এই গুলো খুজতে থাকি। একপর্যায়ে মসজিদের পাশে আজিজ সরদারের পাট ক্ষেতে ৪টি দান বক্স তালা ভাঙ্গা অবস্থায় ফেলা দেখতে পায়। পরে সদর থানার পুলিশকে জানানো হয়েছে বলে মসজিদ কমিটির সদস্যরা জানান।

অপরদিকে কাশেমপুরে ইজিবাইক চালক জানান, তিনি সকালে ঘুম থেকে ওঠে দেখতে পায় তার ইজিবাইকে একটি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এছাড়াও একইরাতে ওই চোরের চক্র সদস্যরা কাশেমপুর গ্রামে আব্দুল করিম সরদারের বাড়িতে সহ আরো অনেকের বাড়িতে চুরি করার চেষ্টা করছিল। কিন্তু চোরের চক্র সদস্যরা ব্যার্থ হয়ে চলে যায় বলে স্থানীয় বাসিন্দা করিম জানান। কিছু দিন আগে কাশেমপুর বাইপাস সড়কের পাশে রিয়াসাত নামে পোল্ট্রি খামার থেকে চোরের চক্র সদস্যরা বড় জাতের দুইটি মুরগী চুরি করে নিয়ে যায় বলে ওই খামার মালিক জানান। বাইপাস সড়ক এলাকার পাশ্ববর্তী একটি বাড়ি থেকে টাকা ও সোনা গোহনা চুরি করে নিয়ে যায় চোরের চক্র সদস্যরা। গত বছর কাশেমপুর পূর্বপাড়া জামে মসজিদে মাইক সেট ও দানবক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায় চোরের চক্র সদস্যরা। কদমতলা আলহে হাদীস জামে মসজিদ দানবক্স তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। কাশেমপুর প্রাইমারী স্কুল সংলগ্ন জামে মসজিদ মাইক সেট চুরি করে নিয়ে যায় চোরের চক্র সদস্যরা।

পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন পূর্বে কাশেমপুর বাইপাস সড়কে কয়েকবার দফায় দফায় পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা ছিনতাই করে নেয় ছিনতাইকারী চক্র সদস্যরা। তবে এই এলাকায় বিশেষ করে ঈদ ও দূর্গাপূজার সময় ছিনতাই ও চুরি ঘটনা ঘটে বেশি।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কাইয়ুম বলেন, ছিনতাই, চুরি ও মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপরতা রয়েছে। তবে বাইপাস সড়কে এসব ঘটনা বিষয় শুনলাম। তবে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এসব বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারন সচেতন ও ভুক্তভোগী মানুষ।

একই রকম সংবাদ সমূহ

বেতন ১৫-২০ হাজার টাকা, তবু পুরো আয় দিয়ে গরীব ও অভাবীদের খাওয়ান!

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর বেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যানচালক নিহ*ত, আহ*ত-১

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফেনসিডিলসহ যুবক গ্রে*প্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০বিস্তারিত পড়ুন

  • চারুকলা ও সঙ্গীত শিল্পী আছাদুজ্জামান আছাদের মায়ের ই*ন্তেকাল
  • ট্রাফিক জরিমানার টাকা আত্মসাৎ: অমিত ঘোষ বাপ্পার বিরুদ্ধে নতুন অভিযোগে উত্তাল পাকাপোল এলাকা
  • সাতক্ষীরার ভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণ
  • নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের
  • সাতক্ষীরায় স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী! বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্ত্বা অসহায় স্ত্রী
  • রাস্তায় রাস্তায় মাকে খুঁজছে অবুঝ ২ শিশু, ৩ মাসেও দেখা মিলল না মায়ের
  • সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন, গ্রে*প্তার-১
  • সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়ক যেনো মরণ ফাঁদ!
  • সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন