বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উদ্ধার নবজাতককে ৯ শর্তে দত্তকের সুপারিশ

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার পাশে বাজারের ব্যাগের মধ্য থেকে উদ্ধার নবজাতককে ৯ শর্তে এক প্রশাসনিক কর্মকর্তাকে দত্তক দেয়ার সুপারিশ করা হয়েছে। তাকে দত্তক নেয়ার জন্য গত দুদিনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন লিখিত আবেদন জানান।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের ৯ সদস্য মঙ্গলবার সকালে লিখিত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে একজন নিঃসন্তান প্রশাসনিক কর্মকর্তাকে ৯টি শর্তসাপেক্ষে শিশুটিকে দত্তক দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরে সাতক্ষীরার শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করা হয়। আদালতের অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ওই কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে শিশুটি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আর প্রতিদিন শিশুটিকে দেখতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন এলাকাবাসী।

৯ শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো, যিনি শিশুটিকে দত্তক নেবেন তিনি ওই শিশুর নামে গ্রামে বসবাস করলে ৫০ শতক ও শহরে বসবাস করলে ১০ শতক জমি দেবেন, শিশুটির নামে ব্যাংকে ৩০ লাখ টাকা ৬ মাসের মধ্যে এফডিআর করবেন, দত্তক গ্রহণকারী পিতামাতার সম্পত্তি অংশীদার হবে শিশুটি, তাকে অনার্স-মাস্টার্স পড়াতে হবে, পরবর্তীতে দ্বিতীয় কোনো শিশু দত্তক নিতে পারবেন না, নিজ সন্তানের মতো দেখভাল করতে হবে এবং সন্তানকেও পিতামাতার দেখভাল করতে হবে এবং উপজেলা শিশুকল্যাণ বোর্ড পরবর্তীতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা শিশুকল্যাণ বোর্ডের ৯ সদস্য ২৯টি আবেদন যাচাই-বাছাই শেষে একজন সরকারি কর্মকর্তাকে শিশুটিকে দত্তক দেয়ার জন্য শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করেছেন। সেখান থেকে অনুমতি পেলে শিশুটিকে ওই কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় কাকশিয়ালী রাস্তার পাশে একটি শ্মশানের কাছের এক ব্যাগে শিশুটিকে পাওয়া যায়। পথচারীরা তাকে উদ্ধার করে। পরে তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের হেফাজতে রাখা হয় শিশুটিকে। তার নাম রাখা হয় মহারাজ। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে।
সূত্র: সময় টিভি

একই রকম সংবাদ সমূহ

নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগীবিস্তারিত পড়ুন

দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

শেখ আমিনুর হোসেন: সড়কে দূর্ঘটনা কমাতে ডিজেল চালিত যানবাহনে রেজিস্ট্রেশনের পূর্বে গতিনিয়ন্ত্রকবিস্তারিত পড়ুন

  • রাস্তায় রাস্তায় মাকে খুঁজছে অবুঝ ২ শিশু, ৩ মাসেও দেখা মিলল না মায়ের
  • সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন, গ্রে*প্তার-১
  • সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়ক যেনো মরণ ফাঁদ!
  • সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন
  • সারাদেশে নারী নির্যাতন, অপহরণ ও খুন গুমের দুষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় গণপ্রতিবাদ
  • সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • তালার ইউএনওসহ দুই কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিলো জাবি এ্যালামনাই এসোসিয়েশন
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক এমপি হাবিবকে ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরার প্রাণসায়ের খালপাড়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন