শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেনারেল (অব.) আজিজের ওপর নিষেধাজ্ঞা দুর্নীতির কারণে: মির্জা ফখরুল

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর নিষেধাজ্ঞা দুর্নীতির কারণে। নিষেধাজ্ঞার জন্য যেসব কথা বলা হচ্ছে, সেসব কথা তাঁরাও বলে এসেছেন।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতির ব্যাপারে আমরা হাজারবার বলেছি। সারা দুনিয়া বলেছে। তারা অস্বীকার করেছে। এখন খবর এসেছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ দুর্নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ন করা। এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছি।’

সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা ব্যবহার করেছেন রাষ্ট্রযন্ত্রকে, ব্যবহার করার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে, ব্যবহার করেছেন বিচার বিভাগকে, প্রশাসনকে। ভয়ের রাজত্ব তৈরি করেছেন।’

এই বিএনপি নেতা বলেন, ‘নিজের ঘর নিজে সামাল দিতে না পারলে অন্য কেউ সামাল দেবে না। অনেকেই আজিজের নিষেধাজ্ঞা এসেছে দেখে খুশি হবেন। আমি মনে করি, এটা বিভ্রান্ত করা। বিভ্রান্ত হচ্ছি আমরা সব সময়। র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে, তাতে কি ওদের ভয়ংকর যাত্রা বন্ধ হয়েছে? হয়নি। নিজের শক্তি নিয়ে তাদের পরাজিত করতে হবে।’

কখনো হাল না ছেড়ে বুকের মধ্যে শক্তি, বল ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘তরুণেরা কোথায়? দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো অনুভূতি নেই? আলোড়িত করে না? দেশটা তাদের, ভবিষ্যৎ তাদের।’

সরকারকে উৎখাত করার ভুল ব্যাখ্যা দেওয়া হয় জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা উৎখাত করতে যাব কেন? ভোটের অধিকার চাই, ভোটের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে চাই। প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে চাই।’

মির্জা ফখরুল বলেন, জোটের সঙ্গে তাঁদের কাজ চলছে এবং ঐক্য আরও বৃদ্ধি পাবে।

জাগপার নেতা শফিউল আলম প্রধানকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, এই দুঃশাসনের সময়ে তাঁকে প্রয়োজন ছিল।

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তৃতা করেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃ*ত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৌর বিএনপি’র র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিতবিস্তারিত পড়ুন

সংস্কার নিয়ে মতামত দিলো ৭ দল, সময় চাইলো ১৬ দল

জাতীয় ঐকমত্য কমিশনসংস্কার কমিশনগুলোর সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বৃহস্পতিবারের (১৩ মার্চ) মধ্যেবিস্তারিত পড়ুন

  • ধ*র্ষ*ণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা : মির্জা ফখরুল
  • শিশু আছিয়ার মৃ*ত্যু*তে মির্জা ফখরুলের শো*ক
  • আছিয়া ধ*র্ষ*ণ ও হ*ত্যা*র বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা
  • শিশু আছিয়ার মৃ*ত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ
  • মাগুরায় ধ*র্ষ*ণের শিকার সেই শিশু মা*রা গেছে
  • বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
  • বিশেষ বিসিএসে নিয়োগ পাবে ২ হাজার চিকিৎসক
  • প্রবাসীদের জন্য প্রক্সি ভোটসহ তিন পদ্ধতি নিয়ে এগোচ্ছে ইসি
  • এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
  • শহিদ জিয়ার স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত, পদক ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত
  • যে সাতজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার, কে কোন ক্ষেত্রে
  • ব্যক্তি পর্যায়ে সুদে লেনদেন ও দাদন বন্ধে হাইকোর্টের রুল