নলতায় মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে এক স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কালিগঞ্জের প্রভাবশালী অলহাজ্ব আব্দুর রশিদ এর বিরুদ্ধে নলতা বাজার রোডের ধারে এক ব্যক্তির দোকান ঘর ভেঙ্গে দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সাতক্ষীরা দুপুরে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জের পশ্চিম নলতা গ্রামের মৃত এ,বি,এম গোলাম মোস্তফার ছেলে স্কুল শিক্ষক মোঃ আনিছুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে মরহুম আলহাজ্ব খানবাহাদুর মোবারক আলীর বড় ছেলে মরহুম আজিজার রহমানের কাছ থেকে আমার পিতা আমাদের বাড়ীর কাছে নলতা বাজার রোডের ধারে নলতা মৌজার জে.এল নং-১০ ও এস,এ ১৫৬০ নং খতিয়ানের এস,এ ১৩২২ দাগে একটি দখল পজিশন ক্রয়ের মাধ্যমে দোকান ঘর নির্মাণ করে নিজেরা ব্যবসা পরিচালনা করতে থাকি। পরে ২০১২ সালের জানুয়ারি মাসে জানতে পারি যে, আমার পিতার ক্রয় করা দখল পজেশনটির প্রকৃত মালিক আমাদের প্রতিবেশী মৃত দুখোরাম সরকারের ওয়ারেশগণ। ফলে ওয়ারেশ সূত্রে জমির প্রকৃত মালিক মৃত দুখোরাম সরকারের দুই ছেলে নিলু সরকার ও তিলিপ সরকারের কাছ থেকে দুই শতক জমি ২০১২ সালের ২৯ মার্চ কোবলামূলে ক্রয় করে ব্যবসা পরিচালনা অব্যহত রাখি। পরে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেহারা গ্রামের হামিজুদ্দিন এর ছেলে মোঃ হাফিজুর রহমানের কাছে মাসিক ৫শ’ টাকা হারে ভাড়া প্রদান করি, যা এখনো অব্যহত আছে। মোঃ আনিছুর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি নলতা গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে মোঃ আব্দুর রশিদ ক্রয়সূত্রে আমার পিতার ক্রয়করা ওই জমিটির মালিক বলে বিভিন্ন ভাবে প্রচার করতে থাকে। কিন্তু আমাদের ক্রয়ের আগে রশিদের দলিলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এর আগেও স্বাক্ষর জাল করে অন্যের সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ওই রশিদ ঢাকার শাহবাগ থানার একটি মামলায় কয়েক মাস হাজতবাস করে। জামিনে এসে গত ২২ মার্চ রাত দেড়টার দিকে পূর্ব নলতা গ্রামের জোবা শেখের ছেলে সন্ত্রাসী ফজলুকে দিয়ে আমার দোকান ঘর ভাঙ্গতে পাঠায়। কিছু ইট ছাড়ানোর পর বাজারের নৈশপ্রহরী গোলাম রব্বানী বাধা দিলে তাকে মারতে উদ্যত হয়। তখন ভয় পেয়ে সে পাশের নৈশ প্রহরী এছোম আলী মোল্যাকে সাথে নিয়ে বাধা দেয়। এসময় ফজলু স্বীকার করে যে, টাকার বিনিময় আলহাজ্ব আব্দুর রশিদ দোকান ঘর ভেঙ্গে দখল নেয়ার জন্য তাকে পাঠিয়েছে। তিনি আরো বলেন, এসব ঘটনার পর ২৮ মার্চ পরসম্পদ লোভি জালিয়াতি চক্রের হোতা আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ গাজীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু এর পরও গত ১৮ এপ্রিল আমার ভাড়াটিয়া মোঃ হাফিজুর রহমানকে দোকান ঘর খালি করে দেয়ার জন্য হুমকি ধামকি প্রদান করেন রশিদ। না হলে মিথ্যে মামলা জড়িয়ে হয়রানির হুমকি দিয়ে যায়। তিনি পরসম্পদরোভি আব্দুর রশিদ গাজী কর্তৃক অবৈধভাবে দোকানঘর জবরদখলের পায়তারা বন্ধ সহ মিথ্যে মামলার হুমকি থেকে পরিত্রাণ পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)