বৈরী আবহাওয়ার মধ্যে কালিগঞ্জে শেখ হাসিনার সাফল্য নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বৈরী আবহাওয়ার মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় স্বতস্ফূর্তভাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ‘কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বাঁচাও কৃষক, বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাশে’ বাঁচলে কৃষক বাঁবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
রবিবার (১৯ মার্চ) বিকেলে কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র শেখ সাঈদ উদ্দীন।
তিনি বলেন, কৃষক সমবায় সমিতি গঠনের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের কল্যাণের মূলভিত্তি স্থাপন করে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এরপর বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদান করে ও কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৭০% ভর্তূকি দিয়ে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে গ্রহন করেছেন যুগান্তকারী সকল প্রদক্ষেপ। যার ফলে কৃষকদের জন্যই আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সার-বীজ-বিদ্যুতের জন্য আন্দোলন করায় বিএনপি-জামায়াত চক্র তাদের আমলে ১৮জন কৃষককে গুলি করে হত্যা করেছে, আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে কৃষকরা বিনামূল্যে সার-বীজ ও কৃষি ভ‚র্তকি পাওয়ার পাশাপাশি পাচ্ছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।
সাতক্ষীরা জেলা কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজি আক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রত্না, সদস্য নাজমুন নাহার মুন্নি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা, কালিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা নির্বাহী সদস্য শেখ শাহিদুজ্জমান পাইলট ও তরিকুল ইসলাম প্রমুখ।
কৃষক সমাবেশে এসময়ে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি, আবুল হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক বিফাত হাসান রাসেল, শেখ জুয়েল হাসান ও সায়ফুল আলম বাবু, দপ্তর সম্পাদক শাহাজান কবির, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আবজাল হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ সম্পাদক শংকর দাস, সাংস্কৃতিক সম্পাদক শেখ মারুফ হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, মীর শাহিনুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদাযতুল ইসলাম।
সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী চৈতালী মুখার্জী, শামিমা পারভীন রত্না ও নাজসুন নাহার মুন্নি। সমাবেশে কৃষকের উৎপাদিত সবজি প্রদর্শন করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)