বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে চিংড়ি ঘের দখল চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ায় চিংড়ি ঘের জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলার মৃত সুধির মাঝির ছেলে তপন কুমার মাঝি।

তিনি বলেন, বিগত ০১/০১/২০১৯ হতে ৩১/১২/২০২৩ তারিখ পর্যন্ত শ্যামনগর উপজেলার আটুলিয়া মৌজার জেএল নং-১০৭, সিট নং-১০-এর অধীনে মালিক পক্ষ গোপাল চন্দ্র মাঝি, প্রশান্ত কুমার মাঝি ও দীনবন্ধু মাঝির নিকট থেকে পাঁচ বছরের জন্য চিংড়ি ঘের করার জন্য চুক্তিবদ্ধ (ডিড) করে জমি লিজ গ্রহণ করেন। কিন্তু ঘেরের মালিক পক্ষরা বর্তমানে দেশে না থাকায় মালিকপক্ষের শরিক একই উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের মৃত অধর চন্দ্র মাঝির ছেলে প্রদীপ কান্তি মাঝি কয়েকবার তার লিজকৃত ঘের লুট করে এবং লুট করার সময় ঘরের লুটপাট ও ঘেরের বাসা ভাংচুর করে এবং ২টি জাল নিয়ে সেখান থেকে নিয়ে যায়।
বর্তমানে প্রদীপ কান্তি মাঝি ঘের মালিক তপন কুমার মাঝিকে বিভিন্ন সময় হুমকি-ধামকি ও মামলা ও হামালার ভয় দেখাচ্ছে।

তপন কুমার মাঝি লিখিত বক্তব্যে আরও অভিযোগ করে বলেন, সন্ত্রাসী প্রদীপ কান্তি মাঝির নেতৃত্বে পিজুস মন্ডল, হাফিজুর রহমান, ছুন্নত শেখ ছাড়াও এলাকার আরও ৩০/৪০ জন লোকজন গত ২ আগস্ট ২০২০ তারিখ রাত ৯টার সময় তার লিজকৃত ঘেরের সব মাছ লুট করে
নিয়ে যায় এবং জীবননাশের হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে তপন কুমার মাঝি আরও
বলেন, সন্ত্রাসী প্রদীপ কান্তি মাঝি মালিক পক্ষের শরিক হওয়ার ফলে অবৈধভাবে ওই সম্পত্তি জবরদখল করবে হুমকি প্রদর্শন করে যাচ্ছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের নিকট থেকে লিজদাতার শরিক
প্রদীপ কান্তি মাঝি ও তপন কুমার মাঝির মধ্যে স্লুইস গেট, ড্রেন, পানি বিক্রি এবং এজমালী মাছের ঘেরের শরিক অংশের টাকা ইত্যাদি সংক্রান্ত অভিযোগটি আপোষ মিমাংসার জন্য প্রেরিত হলে মিমাংসার স্বার্থে প্রদীপ কান্তি মাঝি ও তপন কুমার মাঝিকে নিয়ে দুইবার বসাবসি হয় এবং আলোচনা ও পর্যালোচনার পর ৯নং বুড়িগোয়ালীনী ইউপি চেয়ারম্যান সরেজমিনে তদন্ত করেন।

প্রদীপ কান্তি মাঝি তপন কুমার মাঝি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বুড়িয়োগালীনী ইউপি কার্যালয়ে শুনানী করেন। উভয়পক্ষ, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কাগজপত্র পর্যালোচনা করে তা প্রতীয়মান হয়।

তিনি বলেন, বাদি ও বিবাদী ২৬/১১/২০১১ তারিখে হালনাগাদ আর্থিক আয়-ব্যয়ের নিষ্পত্তির বিবরণীতে দেখা যায় বাদি ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এজমালী ঘেরের হিসাব-নিকাশ ২৩,৫০৬/- টাকা বুঝে পেয়েছে বলে স্বীকার করেন। স্লূইস গেটটি তৃতীয় পক্ষ হিসেবে মৃত শারদা চরণ মাঝির ছেলে দীনবন্ধু মাঝি ও মৃত নগেন্দ্রনাথ মাঝির ছেলে গোপাল চন্দ্র মাঝির সম্পত্তিতে অবস্থিত।

গেটটি তপন কুমার মাঝির ছেলে গোপাল চন্দ্র মাঝি ও দীনবন্ধু মাঝির আর্থিক সহযোগিতায় তৈরি বলে প্রতীয়নমান হয় এবং বিবাদী প্রশান্ত কুমার মাঝির নামে গেটটি অনুমোদন হয়। প্রশান্ত কুমার মাঝি গেটটি অদ্যাবধি সার্বিক পরিচালনা
করে আসছে। পূর্ব থেকে ধান চাষ ও বিগত ১৯৯৫ সালের গেটটি তৈরি থেকে বিবাদী
তাদের দখলীয় শরিক অংশের ১.০০ একর সম্পত্তি ছাড়া অন্য শরিকের আংশিক জমি
(হারি দিয়ে) অদ্যবধি চিংড়ি চাষ করিয়া আসছে। প্রদীপ কান্তি মাঝির অভিযোগে উল্লেখিত গেট ও গেটের সামনের জমি দাবি ন্যায়সঙ্গত নয় বলে প্রমান হয়।

প্রদীপ কান্তি মাঝি ইতিপূর্বে একাধিক বার তপন কুমার মাঝিকে হয়রানী করার জন্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তা প্রমাণিত হয় সে কারণে তপন কুমার মাঝিকে অহেতুক হয়রানী না করিয়া উপরে উল্লেখিত সিদ্ধান্ত মানিয়া শান্তিপূর্ণভাবে স্বঅবস্থানে থাকার জন্য বলা গেল।

তিনি বলেন, প্রদীপ কান্তি মাঝিরর বিরুদ্ধে এলাকার অসহায় মানুষের কাছ থেকে জোরপূর্বক সম্পত্তি দখল করে অন্যত্র বিক্রয়সহ নানা অভিযোগ রয়েছে। এলাকায় তার সন্ত্রাসী বাহিনীও রয়েছে। তিনি ওই বাহিনীর হাত থেকে আমার লিজকৃত ঘের রক্ষা করতে এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আহবানে আসন্ন জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: ঐক্যের পথে, আমরা সকলে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব, ১৯৮৮বিস্তারিত পড়ুন

  • কপ৩০: সাতক্ষীরায় জেলা ম্যাপ কমিটির সভা এবং মানববন্ধন
  • সাতক্ষীরায় স্কুল ও কলেজে সড়কে সচেতনতার প্রচারণা অনুষ্ঠিত
  • দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতার বিপর্যয়ে আশার আলো ব্রি ধান–১০৩
  • তারুণ্যের উৎসব সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরা-কুখরালিতে স্বদেশ সংস্থার আয়োজনে উঠান বৈঠক
  • আপনাদের ভোটে ইনশাআল্লাহ মানুষের অধিকার ফিরিয়ে আনব : ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
  • মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন
  • সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাড. আক্তারুজ্জামান আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত
  • গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল
  • গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত ও ন্যায্য রূপান্তরের জন্য তরুণদের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান