সাতক্ষীরায় করোনায় মৃত্যু কমছেই না, উপসর্গে ফের ১০ জন, ৮ দিনে ৬১
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ৩৯৫ জন। এ ছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।
এদিকে ২৪ ঘণ্টায় জেলায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের সেনেরগাতি এলাকার অনিল দাশ (৭০), দক্ষিণ পলাশপোল এলাকার ফিরোজা বেগম (৭৫), শহরের নিউমার্কেট এলাকার লাইলী বেগম (৬০), ফিংড়ি গ্রামের মালাতন বিবি (৫৫), পুরাতন সাতক্ষীরা এলাকার রমেদা খাতুন (৭৫), তালা সদরের মাঝিয়াড়া গ্রামের মিনা খাতুন (১৭), কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের আনসার আলী (৬৪), বসন্তপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৬০), রতনপুর গ্রামের মাহফুজা বেগম (৬৫), আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের নমিতা সরকার (৬৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৭৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৬ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ রয়েছে ২৬ জন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জুলাই মাসের ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ১ জুলাই ১৪ জন এবং গতকাল এবং আজ ১০ জন করে মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৯ জন।
এছাড়া বর্তমানে জেলায় ১০৬১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারী হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ১০২২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৬ জন ও বেসরকারী হাসপাতালে আরো ১৩০ জন ভর্তি রয়েছেন মোট ভর্তি ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন।
এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনাা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)