সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত
সাতক্ষীরায় ৭৬ পাউন্ডের কেক কেটে বিশ্বশান্তির
অগ্রদূত মাদার অব হিউম্যানেটি গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮সেপ্টেম্বর) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আহবানে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া নামক গ্রামে শস্য-শ্যামলা ছায়াঘেরা মনোরম পরিবেশে জন্মগ্রহণ করেন জননেত্রী শেখ
হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বাঙ্গালী জাতিকে মুক্তি দিতে উন্নয়ন ও গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা মুক্ত সুখী সমৃদ্ধশালী উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন।
জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দল ও সরকারে সমান ভাবে সততার সাথে ধৈর্য্যশৌর্য বুদ্ধিমত্তা, সাহসিকতা দিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিষ্ঠা, মনোবল ও পরিশ্রমে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে দিনরাত
কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অতুলনীয় তার মানবিক গুণাবলী। আমাদের সৌভাগ্য, এ জাতির সৌভাগ্য- আমরা এমন একজন নেতা পেয়েছি। মহান আল্লাহর কাছে জননেত্রী
শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।
কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বঙ্গবন্ধু পরিষদ
সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল
আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা খাতুন প্রমুখ।
এসময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জেলা বঙ্গবন্ধু পরিষদ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা মৎস্যজীবী লীগ কেক কেটে জন্মদিন পালন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.হাবিবুর রহমান হবি, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাহিরুল আলম, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার যুগ্ম আহবায়ক আলমগীর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ, রোখসানা পারভীন, প্রচার সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, শ্রম সম্পাদক রাবেয়া পারভীন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। এসময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা বঙ্গবন্ধু পরিষদ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)