আজকের পর থেকে অ্যাপলের ৮টি ডিভাইস বিক্রি বন্ধ


প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন আসার সঙ্গে সঙ্গে পুরোনো কয়েকটি ডিভাইসের বিদায় ঘটছে অ্যাপলের স্টোর থেকে। আইফোন ১৭ সিরিজের ঘোষণা হওয়ার পর আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল।
আইফোনের লাইনআপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। ওয়াচ সিরিজ থেকেও বাদ পড়ছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)। এ ছাড়া, বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে এয়ারপডস প্রো ২।
অ্যাপলের ওয়েবসাইট ও অফিসিয়াল স্টোর থেকে এগুলো আর কেনা যাবে না। তবে খুচরা বিক্রেতাদের হাতে যত দিন মজুত থাকবে, কিছুদিনের জন্য বাজারে পাওয়া যেতে পারে।
চলতি বছরের শুরুতেই আইফোন এসই বাজার থেকে বিদায় নিয়েছিল। তার জায়গায় এসেছে আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে।
আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে অ্যাপল চারটি নতুন মডেল উন্মোচন করতে পারে। সম্ভাব্য লাইনআপ হলো— আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একেবারে নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার। গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে এই ‘এয়ার’ মডেল, যা হবে আরও হালকা ও পাতলা। ধারণা করা হচ্ছে, এটি হবে অ্যাপলের তৈরি করা সবচেয়ে স্লিম আইফোন।
শুধু আইফোন নয়, আজকের ইভেন্টে নতুন ওয়াচ ও এয়ারপডসেরও ঘোষণা আসতে পারে। বাজারে আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩ এবং অ্যাপল ওয়াচ এসই ৩। পাশাপাশি উন্মোচন হতে পারে এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম), যা হবে কোম্পানির সর্বশেষ ট্রু-ওয়্যারলেস হেডসেট।
তথ্যসূত্র : নাইনটুফাইভম্যাক
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

বিক্ষোভে উত্তাল নেপাল, ফেসবুক-ইউটিউব-এক্স বন্ধ
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে সোমবার হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপরবিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার ওয়াই-ফাই চালু, সুবিধাগুলো জেনে নিন
দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা। মোবাইলবিস্তারিত পড়ুন

নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ ২০টিরও বেশি সামাজিকমাধ্যম
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স (আগে টুইটার), ইউটিউবসহবিস্তারিত পড়ুন