শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চেয়ারম্যানের বিরুদ্ধে হুমকির অভিযোগ

আতঙ্কে কলারোয়ার কাশিয়াডাঙ্গা মানুষ

গ্রামবাসিকে মেরে ফেলার প্রকাশ্য হুমকী দিয়েছে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ১১ নং দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে গাজী। ব্যক্তিগত জমি দখল করে একটি রাস্তা নির্মাণ চেষ্টায় গ্রামবাসি বাধা দিলে তাদের মেরে ফেলার হুমকী দিয়েছেন তিনি। ইতোমধ্যে এ নিয়ে গতকাল দু পক্ষের মারামারিতে আহত হয়েছেন কয়েকজন। এদের মধ্যে নারী ও শিশু ও রয়েছে। গতকাল মারামারির ঘটনার পর কাশিয়াডাঙ্গা গ্রামে এসে আজ রাস্তা নির্মাণ কাজ চলবে এবং এতে কেউ বাধাঁ দিতে এলে তাকে স্পটেই মেরে ফেলার হুমকী দিয়েছেন তিনি। চেয়ারম্যানের এমন হুমকীতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রামের মানুষ। তারা উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

জানা যায়, সাতক্ষিরা জেলার কলারোয়া থানার ১১নং দিয়াড়া ইউনিয়নের সর্বত্রই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নিজস্ব লোককে বিশেষ সুবিধা দিতে মোটা অংকের টাকার বিনিময়ে ব্যক্তি জমি দখল করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে গাজী। এতে যাদের জমি দখর হয়ে যাচ্ছে তারা বাধা দিতে গেলে কুট কৌশলের আশ্রয় নেয় চেয়ারম্যান। স্থানীয় একাধিক সূত্র বলছে, মোটা অংকের টাকা ঘুষ নিয়ে চেয়ারম্যান মফেগাজি অন্যের জমির উপর েিয় রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এতে বাধা দিলে তিনি রাতের আধাঁরে নিজস্ব লোক দিয়ে কয়েক বিঘা জমির ফলন্ত কুলগাছ রাতের আধাঁরে কেটে ফেলে। এতে গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে উঠলে চেয়ারম্যানের লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনী গ্রামবাসির উপর হামলা চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে এলাকাবাসির অভিযোগ তারা এ বিষয়ে বার বার থানায় গিয়েও পুলিশের কাছে থেকে কোন প্রকার সহযোগিতা পায়নি। বরং পুলিশ জবর দখলকারি চেয়ারম্যানের গুন্ডাদের পক্ষ নিয়ে অসহায় গ্রামবাসির উপর অত্যাচার করেছে। গ্রাম বাসির অভিযোগ পুলিশ এখান থেকে মোটা অংকের টাকা নিয়ে সাধারণের পক্ষে না দাঁড়িয়ে চেয়ারম্যানের লেলিয়ে দেয়া গুন্ডাদের পক্ষ নিয়েছে। এতে চরম ভাবে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। জানা গেছে, চেয়ারম্যানের লোকজনের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন নারী ও শিশু। তারা কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হচ্ছেন জিয়ার ৪২, কালাম ২৫ নাজমা বেগম ৩৫ রহিমন ৪০ রাশেদা বেগম ৪২সহ অনেকে ।

সূত্রমতে, কলারোয়া থানা পুলিশের ইন্ধনে ১১নং ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে গাজী জোর পূর্বক মালিকানা জমি দখল করে নিজস্ব রাস্তা তৈরি করার উদ্যোগ নিলে তাতে গ্রামবাসী বাধাঁ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে খুন জখম করার হুমকি দেয় চেয়ারম্যানের লোকজন। এ নিয়ে থানায় অভিযোগ করে কোন ফল পায়নি গ্রামবাসি। এ দিকে চেয়ারম্যানের লোকজনের হামালায় আহত গ্রামবাসিকে কোন প্রকার সহযোগিতা না করে উল্টো আহতদের অনেকের নামে মামলা করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক সকালের সময়কে মোবাইলে জানান, পুলিশ সপ্তাহের কারণে তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি বিষয়টি শুনেছেন। সেখানে যোগযোগ হয়েছে। দুই পক্ষের নামেই মামলা হয়েছে। দুই পক্ষের দুজন গ্রেফতার হয়েছে। তিনি জানান, এলাকায় ফিরে তিনি এ ব্যাপারে আইনগত সহযোগিতা দিবেন। একই বিষয়ে জানতে চেয়ারম্যান মফেগাজী সেল নম্বরে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায। এ দিকে এলাকাবাসি জানায়, গতকালও চেয়ারম্যান এসে গ্রামবাসিকে হুমকী দিয়ে বলে গেছে আজ আবার রাস্তা নির্মাণ হবে। কাজে বাধাঁ দিরে তাদের মেরে ফেলারও হুমকী দেন তিনি।

সূত্র : দৈনিক সকালের সময়

একই রকম সংবাদ সমূহ

মানুষের কাছের মানুষ কলারোয়ার মানবিক ইউএনও জহুরুল ইসলাম

তার প্রথম পরিচয় তিনি জনবান্ধব ও মানবিক। তিনি জনপ্রতিনিধি নন, তবে জনপ্রতিনিধিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ৪দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রাহক সমাবেশ
  • বেত্রবতী হাইস্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা
  • কলারোয়ার নবাগত প্রাথমিক শিক্ষা অফিসারকে শুভেচ্ছা জানালেন শিক্ষকরা
  • কলারোয়ার কেরালকাতায় ডিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
  • কলারোয়ায় ‘জীবন পরিবর্তনে হজ্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও হজ্ব ওরিয়েন্টেশন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)উদযাপন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা
  • সাতক্ষীরায় শিশু পাচার হ্রাস বিষয়ে অ্যাডভোকেসি সভা
  • কলারোয়ায় টাকা না পেয়ে বছরের পর বছর ঘুরছেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের গ্রাহকরা, ক্ষোভ
  • কলারোয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে প্রীতি ফুটবল ম্যাচ