আশাশুনির শ্রীউলায় উদারতার উদ্যোগে গাছের চারা বিতরণ


প্রেস বিজ্ঞপ্তিঃ আশাশুনির শ্রীউলা ইউনিয়নে জলবায়ু সহনশীলতায় উদারতার উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজনমূলক কার্যক্রমের অংশ হিসেবে উদারতা যুব ফাউন্ডেশন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।
৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার, সংগঠনটির প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে শ্রীউলা ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। ফলদ চারা হিসেবে বিতরণ করা হয় আম, দেশি কুল, মাল্টা, কাগুচি লেবু ও পেয়ারা—যা উপকূলীয় এলাকার মাটি ও পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম। চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তর, আশাশুনি উপজেলার সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল। তিনি চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং বলেন, “লবণাক্ত সহিষ্ণু চারা বিতরণের এই উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি উপকূলীয় কৃষি ও পরিবারভিত্তিক খাদ্যনিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনবে।” সভাপতির বক্তব্যে জুবায়ের আহম্মেদ বলেন, “উপকূলীয় জনগণ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী। তাই তাদের অভিযোজন সক্ষমতা বাড়াতে আমরা ফলজ চারা বিতরণ করছি। শুধু চারা নয়, আমরা টেকসই ভবিষ্যতের বীজ বপন করছি।” চারা বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন উদারতার প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, ফুয়াদ, সুমাইয়া, সোহেল, হারুন, আকাশ, হারান, সুমন প্রমুখ। স্থানীয় উপকারভোগীরা বলেন, লবণাক্ততার কারণে ফলদ গাছ টিকত না, কিন্তু এবার তারা টেকসই জাতের চারা পেয়েছেন বলে আশাবাদী। এই ধরনের উদ্যোগ উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজনের পাশাপাশি সবুজায়ন, পুষ্টি এবং জীবিকায় বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি তেতুলিয়ায় নদীভাঙ্গনে আশংকায় শত শত পরিবার
আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের চর তেতুলিয়ায় ভয়াবহ নদীভাঙনেবিস্তারিত পড়ুন

আশাশুনির শোভনালীতে উন্নয়ন সংস্থার আয়োজনে যুব দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি : উন্নয়ন সংস্থার আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ১নং শোভনালীবিস্তারিত পড়ুন

উদারতার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত
প্রেস বিজ্ঞপ্তি: উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫বিস্তারিত পড়ুন