রবিবার, নভেম্বর ২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার কারণে ডিসি সম্মেলন স্থগিত

ডিসি সম্মেলন হচ্ছে না। আগামি ৫, ৬ ও ৭ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলন স্থগিতের নির্দেশ দিয়েছেন।

ডিসি সম্মেলন স্থগিত করায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ডিসিরাও বলছেন, সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক। কোভিড-১৯ পরিস্থিতিতে ঢাকায় জমায়েত করে ডিসি সম্মেলন না করার সিদ্ধান্তকে ডিসিরা স্বাগত জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, পরবর্তিতে সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মৌখিকভাবে সকল ডিসিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে চিঠি দেওয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার দ্বিতীয় ধাক্কার বিষয়ে বিশ্বব্যাপী নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে রাষ্ট্র ও সরকার প্রধানসহ সারাদেশের ডিসিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি দৃষ্টিকটু দেখায়। তাছাড়া প্রথম দিকে এবারের ডিসি সম্মেলন না হওয়ার সিদ্ধান্ত থাকায় এ সংক্রান্ত কাজও তেমন এগুচ্ছিল না।

পরে হঠাৎ করে ডিসি সম্মেলনের সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্টরা ব্যাপক কাজের চাপে পড়ে গিয়েছিলেন। ফলে অনেক কিছু গুছিয়ে করা সম্ভব হচ্ছিল না।

প্রসঙ্গত, প্রতি বছর জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ডিসি সম্মেলন হয়ে থাকে। কিন্তু চলতি বছর করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন ডিসি সম্মেলন করা যায়নি। পরিকল্পনা ছিল বছরের শেষ দিকে করার।

কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কায় ডিসেম্বরেও সম্মেলন না করার সিদ্ধান্ত ছিল। পরে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার আগ্রহের কারণে জানুয়ারিতে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করার কার্যক্রম পরিচালিত হলেও মন্ত্রিপরিষদ বিভাগ ও মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তাই এই সিদ্ধান্তে খুশি ছিলো না। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিসি সম্মেলন স্থগিত করা হল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনকে সামনে রেখে সারাদেশ থেকে ডিসিদের পাঠানো প্রায় তিনশ প্রস্তাব চুড়ান্ত হয়েছে। তিন দিনের সম্মেলনে কয়টি অধিবেশন, কখন কারা উপস্থিত থাকবেন তাও চুড়ান্ত হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রায় সব দপ্তরে আমন্ত্রণপত্র পাঠানোর প্রস্তুতি ছিলো। ঠিক সেই সময় সম্মেলন স্থগিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। এই প্রতীকবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এবিস্তারিত পড়ুন

সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত অর্থ বছরে সরকারবিস্তারিত পড়ুন

  • বন্ধ হচ্ছে অননুমোদিত মোবাইল ফোন
  • গভর্নরকে মন্ত্রীর পদমর্যাদা দেয়ার প্রস্তাব, যেসব সুবিধা পাবেন
  • আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট
  • দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
  • জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা যা রয়েছে
  • সংবিধান সংস্কারে গণভোট আয়োজনের পরামর্শ ঐকমত্য কমিশনের
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ বন্ধে মাউশির চিঠি
  • সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
  • নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
  • পুলিশের ওপর আক্রমণ সহ্য করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আগামি নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
  • বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপনে আগ্রহী পাকিস্তান, নিতে চায় শিক্ষার্থীও