মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এই প্রথম ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট

শেখ শাহাজাহান আলী শাহিন: কলারোয়ায় এই প্রথম ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে শুক্রবার বিকাল থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত ৮দলীয় ওই টুর্নামেন্টের আয়োজন করে ফুটবল বয়েস নামের একটি ক্রীড়া সংগঠন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জানান, কলারোয়ায় এবারই প্রথম দিবারাত্রির মিনি ফুটবল ম্যাচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এতে আটটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে সাতজন করে খেলোয়াড় অংশ নেন। মাঠের ও গোল পোষ্টের পরিধি সামান্য কমিয়ে ২০ মিনিটব্যাপী খেলা পরিচালনা করা হয়। মাঠের চারধারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। সবমিলিয়ে এই প্রথমবারের মতো দিবা রাত্রির ম্যাচ দেখতে প্রচুর দর্শক সমাগম লক্ষ্য করা যায় মাঠের চারিধারে।

রাত সাড়ে দশটার পরে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরার কুখরালী ও কলারোয়ার দেয়াড়া ফুটবল টিম। নির্ধারিত সময়ে কুখরালী ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন এবং দেয়াড়া ফুটবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে বিকেল থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে দেয়াড়া ট্রাইবেকারে ২-০ গোলে আটুলিয়াকে, ২য় ম্যাচে সাতক্ষীরার কুখরালী ৩-০ গোলে কয়লা প্রগতি সংঘকে, ৩য় ম্যাচে রায়টা ট্রাইবেকারে ৩-১ গোলে এবং ৪র্থ ম্যাচে সাইফুল একাদশ ১-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
রাতে ১ম সেমি ফাইনালে মুখোমুখি হয় দেয়াড়া বনাম রায়টা। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় ট্রাইবেকারে দেয়াড়া ৩-১ গোলে রায়টাকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
২য় সেমিফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরার কুখরালী বনাম সাইফুল একাদশ। খেলার প্রথমার্থে গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে সাতক্ষীরার কুখরালীর মেহেদীর গোলে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে কুখরালী।

১ম রাউন্ডের খেলাগুলিতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দেয়াড়ার নিলয় রায়, কুখরালীর ইমরান, রায়টার ইদ্রিস আলী, সাইফুল একাদশের রনি।

খেলাগুলি পরিচালনা শিক্ষক মাসউদ পারভেজ মিলন ও মোমিনুর রহমান।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক আব্দুল ওহাব মামুন এবং জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কৃতি ফুটবলার মাসউদুল ইসলাম মাসুদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ভারতের পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার ডাকবাংলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মজিদ, কলারোয়ার রেফারি ফারুক হোসেন স্বপন, ইউনিয়ন পরিষদ সচিব আনিছুর রহমান, সাংবাদিক আরিফ মাহমুদ, জুলফিকার আলী, সোহাগ হোসেন, জাকির হোসেন, স্কাউটার মিজানুর রহমান, টুর্নামেন্ট কমিটির সভাপতি বারিক সরদার, মাস্টার হাবিবুল্লাহ, সুমন ঘোষ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেবিস্তারিত পড়ুন

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর-পতাকা অবমাননা, ভারতের দুঃখ প্রকাশ

ভারতের আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশিদের জন্য বন্ধ ভারতের ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ
  • মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকিস্বরূপ : মির্জা ফখরুল
  • মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি শুভেন্দুর
  • হাসিনার পতনে দলে দলে সংখ্যালঘুর ভারতে পালানোর তথ্য সঠিক নয় : দ্য হিন্দুর প্রতিবেদন
  • ‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদির হস্তক্ষেপ চান মমতা
  • বাংলাদেশি রোগীদের চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র
  • পেঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক থাকলেও আলু আমদানি বন্ধ
  • এবার ত্রিপুরার একটি হাসপাতাল চিকিৎসা দেবে না বাংলাদেশিদের!
  • কলকাতার সেই হাসপাতালে কখনো চিকিৎসাই নেয়নি বাংলাদেশিরা
  • বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে, বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী