মঙ্গলবার, মে ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে স্মারকলিপি প্রদান

যশোরের কেশবপুরের ভোগতী-নরেন্দ্রপুর পূর্বাংশের নোনাডাঙ্গা ও হাবাসপোল এলাকার ভুক্তভোগী মানুষ মৎস্য ঘেরের কারণে সৃষ্ট জলাবদ্ধতার হাত থেকে রেহায় পেতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর পূর্বাংশের নোনাডাঙ্গা ও হাবাসপোল এলাকা সংলগ্ন কালুর বিল দিয়ে ওই এলাকার পানি নিষ্কাশিত হয়ে থাকে। বিলে ৫ বছর পূর্বে মৎস্য ঘের তৈরি করায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত হতে না পেরে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ কারণে এলাকার কবরস্থান ডুবে যাওয়াসহ মানুষের বাড়িঘরেও পানি ওঠে। ওই সময় এলাকার কেউ মারা গেলে পানি সেচ দিয়ে দাফন করতে হয়। এ জন্যে বর্ষা মৌসুম শুর“র আগেই এলাকাবাসী ওই বিলে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত ক্যানেল তৈরির দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও নোনাডাঙ্গা এলাকার বাসিন্দা শওকত হোসেন, মনির উদ্দিন, ওয়াহেদ আলী গাজী, হাবাসপোল এলাকার বাসিন্দা আতাউর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, সংশি­ষ্ট ঘের মালিকের সাথে কথা বলে ওই এলাকায় বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

পৌরসভার ৪নং ওয়ার্ডে ৬ শত ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে ৬শত ৫০ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসাবে ২লাখ ৯২ হাজার ৫শত টাকা বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর আছিয়া হালিম, পৌর কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান মিজান, সহকারী কর আদায়কারী আবুল হোসেন প্রমুখ।

উপজেলার ২৫ হাজার ৬ শত ৫১ পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ শুরু

যশোরের কেশবপুর উপজেলায় সহায়তাকরোনাকালে পবিত্র ঈদুল ফিতরের আগে অসহায় ও হতদরিদ্র ২৫ হাজার ৬শত ৫১ পরিবার পাচ্ছেন সরকারি মানবিক সহায়তা। এর মধ্যে ৫শ টাকা করে ত্রাণ হিসেবে ৫ হাজার ৯শ’ পরিবারকে দেওয়া হবে সরকারি সহায়তা। অপরদিকে ১৯ হাজার ৭শ’ ৫০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪শ’ ৫০ টাকা করে নগদ দেওয়া শুরু হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বৃহস্পতিবার দুপুরে গৌরিঘোনা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।


এ সময় গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র, ইউনিয়ন পরিষদের সচিব ক্ষীতিশ চন্দ্র সরকারসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সরকারি ত্রাণ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করার লক্ষে অসহায় ও হতদরিদ্রদের তালিকা সম্পন্ন হয়েছে। এর মধ্যে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে সরকারি ত্রাণ হিসেবে ৪শ’ পরিবারকে দেওয়া হবে ২ লাখ টাকা। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবারকে দেওয়া হচ্ছে ২০ লাখ ৭৯ হাজার ৪শ’ ৫০ টাকা।
এদিকে, কেশবপুরের ১১টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ পরিবারকে সরকারি ত্রাণ হিসেবে ২৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রত্যেকটি ইউনিয়নের ৫শ পরিবার পাবে ৫শ টাকা করে। এছাড়া ১১টি ইউনিয়নের ১৫ হাজার ১শ’ ৩০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হবে ৬৮ লাখ ৮ হাজার ৫শ’ টাকা। এর মধ্যে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের ৯৬৬টি, ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে ২ হাজার ৩টি, ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে ১ হাজার ৫শ’ ৮৫টি, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৯৯টি, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে ১ হাজার ৫শ’ ২৪টি, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে ১ হাজার ৩শ’ ৬৭টি, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে ১ হাজার ৬শ’ ৫টি, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৪৯টি, ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়নে ১ হাজার ৪শ’ ৯টি, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ২শ’ ৫৫টি ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে ১ হাজার ৬৮টি অসহায় ও হতদরিদ্র পরিবার পাবে ৪শ ৫০টাকা করে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, প্রতিটি ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারের উপস্থিতিতে সরকারি ত্রাণ ও ভিজিএফ কর্মসূচির আওতায় থাকা তালিকাভুক্ত অসহায় এবং হতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ দেওয়া হবে।
বৃহস্পতিবার ইউনিয়ন পর্যায়ে সর্বপ্রথম গৌরিঘোনা ইউনিয়ন থেকে দেওয়া শুরু করা হয়েছে। ঈদের আগেই তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় জালিয়াতি ও প্রতারণাসহ ৩০ মামলার আসামি আনোয়ার গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামিবিস্তারিত পড়ুন

ভারতের পেট্টাপোলে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : ভারতের পেট্টাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষীবিস্তারিত পড়ুন

কেশবপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয় সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজনে প্রাকটিক্যাল ট্রেইনারবিস্তারিত পড়ুন

  • কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সমন্বয় সভা
  • যশোরের মনিরামপুরে ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না
  • বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় যুবকের মৃ*ত্যু
  • শার্শার বেলতলা আম বাজার পরিদর্শনে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি
  • আইসিটি অ্যাক্টে আ’লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে বৈঠক ডাকা হয়েছে : প্রেস সচিব
  • দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদকের নামে মামলা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • কেশবপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত
  • মনিরামপুরে গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর
  • আম সংগ্রহ শুরু, দেশের বাজারে মিলবে সাতক্ষীরার নানান জাতের আম
  • যশোরের রাজগঞ্জে করাতকলে আগুন, পুড়েছে কাঠ ও যন্ত্রপাতি
  • শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে গনধোলায়ের স্বীকার