সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জার্মানির বার্লিনে স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী রুপালী খাতুনকে নড়াইলে সংবর্ধনা

জার্মানির বার্লিনে স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী রুপালী খাতুনকে (১৬) নড়াইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমস বার্লিন (জার্মানি)-২০২৩ এ সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করায় এই সংবর্ধনা
অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্টানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সহধর্মিণী শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল সদর পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, শিকদার ফাউন্ডশনের পরিচালক সিকদার মনজুরুর রহমান পান্নু, রূপালীর গর্বিত বাবা টুকু মিয়া প্রমূখ।

বাক প্রতিবন্ধী রুপালী খাতুন (১৬) সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি (দক্ষিণপাড়া) গ্রামের বর্গাচাষি টুকু মিয়া শেখের মেয়ে।

রুপালী খাতুনের বাবা টুকু মিয়া শেখ বলেন, অভাব অনটনের সংসারে প্রতিবন্ধী মেয়ে যেকোনো বাবার জন্যই চিন্তার কারণ। রুপালীর জন্মের পর চিন্তায় পড়লেও
মেয়েটার দিকে অন্য সন্তানদের চেয়ে বেশি খেয়াল রাখতাম। তার বয়স যখন ৭ বছর তখন থেকেই সাঁতারে তার আগ্রহ ছিল। চাহিদা মতো সব দিতে পারি না তাই বাবা হিসাবে কষ্ট লাগে।

তিনি আরও বলেন, আমার মেয়েটা কথা বলতে পারে না। তবে ইশারায় সব বোঝাতে পারে। ইশারা ইঙ্গিতে বোঝায় মাশরাফির মতো বড় হতে চায় সে। জার্মানির
বার্লিন থেকে সে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক নিয়ে আসছে। বাবা হিসাবে তার প্রতিটা অর্জনে আমার কলিজা ভরে যায়। আমাদের ভাই সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমার মেয়েটার দিকে সুদৃষ্টি দিলে দেশের হয়ে ভবিষ্যতে আরও ভাল অর্জন করবে ও সম্মান বয়ে আনবে।

এর আগে সংবর্ধনা অনুষ্টানে স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী রুপালী খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা উপহার স্বরূপ দেওয়া হয়।

মাইজপাড়া ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মো.জসিম মোল্যা বলেন, রুপালী স্বর্ণপদক জয়ী হওয়ায় আমরা ইউনিয়নবাসী তথা নড়াইলবাসী গর্বিত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খুব দ্রতই তাকে সংবর্ধনা দেওয়া হবে। আমি তার জন্য দোয়া করি সে যাতে আরো ভাল করতে পারে।

উল্লেখ্য, জেলা মহিলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, জার্মানির বার্লিনে ১৭১টি দেশের অংশগ্রহণে স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমস- ২০২৩-এর সাঁতার প্রতিযোগিতায় রুপালীসহ ৬ জন অংশ নেন। গত মাসের ১২ থেকে ২৫ জুন পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রুপালী খাতুন দুই ক্যাটাগরিতে স্পেশাল অলিম্পিকে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন যেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। নড়াইলের সংসদ সদস্য বিশ্ববরেণ্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার জন্ম। এই জেলায় যোগদানের পূর্বে শুনেছি আর নিজ চোখে এখন দেখছি।

সব ধরনের খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নড়াইলের ছেলে-মেয়েরা সমানতালে প্রতিনিধিত্ব করছেন। যেখানে গুণীর কদর হয় না সেখানে গুণী জন্মায় না। রুপালী খাতুনের এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে বাঁশ-বেতই প্রধান জীবিকার উৎস প্রায় দুই শতাধিক নারীর

জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইলে বাঁশ আর বেতকেই জীবিকার প্রধান বাহক হিসাবেবিস্তারিত পড়ুন

নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষকবিস্তারিত পড়ুন

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হ*ত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। নড়াইলের লোহাগড়া উপজেলায়বিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মহিলা গ্রেফতার
  • নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা
  • নড়াইলে সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যে হিন্দু বাসনা মল্লিকের মুখে বিষ ঢেলে হত্যা!
  • নড়াইলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক রোমান গ্রেফতার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায়; প্রথম যাত্রীরা ভীষণ খুশি
  • নড়াইলে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা,পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
  • নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার
  • নড়াইলে হালকা শীতের আমেজে দেদারছে বিক্রি হচ্ছে অতিথি পাখি
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলি দুইজন গ্রেপ্তার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন
  • নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার -১