জুতা নিক্ষেপ করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঢাবির সাধারণ শিক্ষার্থীদের
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (৪ জানুয়ারি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘হেইট থ্রু কর্মসূচি’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে টিএসসিস্থ রাজু ভাস্কর্যের সামনে জুতা নিক্ষেপ করে এই কর্মসূচি পালন করা হয়েছে। বিকেল ৩ টায় এই কর্মসূচি পালন করেছেন তারা।
শুক্রবার (৩ জানুয়ারি) এই কর্মসূচির ঘোষণা দিয়ে প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে বলা হয়েছিল, ‘সবাই জুতা, ঝাড়ু নিয়ে চলে আইসেন। কালকে লীগকে জুতা, ঝাড়ু মেরে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মোজো জিতে নেন।’ এতে আরও জানানো হয়, কর্মসূচির মধ্যে থাকবে জুতা নিক্ষেপ, রং নিক্ষেপ এবং কুশপুত্তলিকা দাহ করা।
তাতে একটি ব্যানারে লেখা হয়েছে, ফ্যাসিবাদ ও জুলুমের কাণ্ডারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হেইট থ্রু কর্মসূচি পালন করা হবে। শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। এদিন ঢাবির সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ করেন।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ
বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা ও রঙ নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাই নাই, স্বৈচারের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
gঅনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণাপাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নির্যাতন ও ফ্যাসিবাদের প্রতি প্রতীকী নিন্দা জানাতেই তাদের এই কর্মসূচি পালন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, মেট্রোরেলের পিলারে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার বাপ দেশের প্রথম ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ মুজিবুরের দুইটা গ্রাফিতি ছিল। যেগুলোকে ছাত্র জনতা জুতার মালা আর কাদা ছুড়ে ঘৃণাস্তম্ভে পরিণত করে। ফ্যাসিবাদী শক্তি গোপনে ন্যাক্কারজনকভাবে আমাদের সেই স্মৃতি মুছে দেয়। হাসিনারটা সম্পূর্ণ মুছে দিতে না পারলেও মুজিবেরটা পুরোপুরি মুছে দেওয়া হয়। সেই প্রেক্ষিতে সন্ত্রাসী সংগঠন ছাএলীগের প্রতিষ্ঠার্ষিকীতে ফ্যাসিবাদের প্রতি ঘৃণা প্রদর্শন স্বরূপ এই কর্মসূচি পালন করেছি।
বিশ্ববিদ্যালয়ের আর এক শিক্ষার্থী বলেন, আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ছাত্রলীগের কাছে শিক্ষার্থীদের বন্দিত্বের জীবনযাপন করতে হতো। প্রত্যেকদিন ৭-৮ ঘণ্টা সময় তাবেদারি করতে হতো। মুজিববাদের তাবেদারি করতে করতে এতটাই ক্লান্ত করা হতো যে আমরা যে শিক্ষার্থী সেটা ভুলিয়ে দেওয়া হতো। পড়াশোনার কোনো পরিবেশ থাকত না। ছাত্রলীগের নির্মম নির্যাতলের ফলে আমাদের হৃদয়ের ব্যাথা থেকে এই কর্মসূচি আয়োজন করেছি। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা তাদের প্রতি কতটা ঘৃণা সঞ্চার করে।
সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘গ্রাফিতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে মূলত ফ্যাসিস্টের প্রতি জনগণের ক্ষোভের প্রকাশ করা হচ্ছে। শেখ মুজিব বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল কায়েম করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গণরুম, গেস্টরুম, সিঙ্গেল গেস্টরুমের মাধ্যেমে আমাদের শিক্ষা জীবনকে শেষ করে দিয়েছে। আমরা চাই শেখ মুজিব বা তার দোসরদের মতো করে যেন আর কোনো ফ্যাসিস্ট না আসে। আমাদের স্বাধীনত রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)