পিআর পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট: জামায়াত


পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান, সে পথে আরও রক্তের প্রয়োজন হবে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ সভার আয়োজন করা হয়।
তাহের সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, আমরা এক রক্তের সাগর সাঁতরে, অনেক লাশের উপরে পা রেখে আমরা এখানে এসেছি। আপনারা জুলাই চেতনার প্রোডাক্ট। আপনার খুব বেশি ভূমিকা ছিল না, আপনি বিদেশে ছিলেন, আমরা আপনাকে এনেছি। সুতরাং এটা আপনার দায়িত্ব, মাঝেমধ্যেই যেটা শুনি, কোনো রকমে বাঁচতে চান, চলে যেতে চান। না আপনি যাইতে পারবেন না। আপনাকে এ দেশকে ঠিক করে যেতে হবে। দেশে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়, এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।
তাহের সরকার প্রধানের উদ্দেশে বলেন, আপনি তো বলেছেন সংস্কারের কথা। আপনার ভাষণ কি শোনাবো? সংস্কার, বিচার, নির্বাচন। এখন আপনি সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে দিছেন। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু যে বিষয়গুলো বলেছেন, সেগুলো শেষ করেই তো নির্বাচন দিতে হবে। তাহলে সংস্কার কোথায় গেল আপনার? সংস্কার ছাড়া নির্বাচন করবেন, হবে না।
‘জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে’ প্রধান উপদেষ্টাকে অনতিবিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির।
তিনি সরকার প্রধানের উদ্দেশে বলেন, লাখ লাখ মানুষ রাজপথ ঘেরাও করে রাখবে। পরিকল্পিত ইলেকশন হলে নির্বাচন কেন্দ্রে ব্যালট যেতে দেবে না, পরিষ্কার কথা।
সরকার প্রধান ইউনূসের উদ্দেশ্য তাহের বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচনে যাব। কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে। আপনার কার্যক্রম দেখে মনে হয়, কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার ওপর। সেটা আমাদের বলুন। আমরাই তাদের মোকাবিলা করব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান, সে পথে আরও রক্তের প্রয়োজন হবে। এটা আমরা আপনার কাছে চাই না। আর যেন মানুষকে রক্ত দিতে না হয়। পিআর পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোটের দাবি জানান তিনি।
পিআর প্রদ্ধতিকে অংশগ্রহণমূলক উল্লেখ করে তিনি বলেন, যারা একে বাধাগ্রস্ত করছে, এরা মূলত অতীতের কেন্দ্র দখল, ভোট জালিয়াতির পরিকল্পনা করছে বলে আমাদের সন্দেহ হয়। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সঠিক না হয়, বাংলাদেশ এক মহাবিপর্যয়ের দিকে চলে যাবে। আন্দোলন আর আন্দোলন, হাসিনার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম করে আমরা নতুন একটি পরিস্থিতি তৈরি করেছি। আবার ভোট ডাকাতের নির্বাচন?
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন আন্দোলন করানোর জন্য পরিস্থিতির তৈরি করছেন? আওয়ামী লীগ জনগণের স্বার্থের বিরোধী একটি দল ছিল; কিন্তু এখন তো সবাই আওয়ামী লীগ বিরোধী। সুতরাং আসেন আমরা আলোচনা করি। দেশের জন্য যেটা ভালো হবে সেটাই তো আমরা ঠিক করবে, আপনারা যে পদ্ধতিতে নির্বাচন চান-সেটাকে উত্তম প্রমাণ করতে পারেন, আমরাও আমাদের কথা বর্ণনা করি।
তিনি বলেন, আমার কথা কি যৌক্তিক না অযৌক্তিক? তখন সবাই বলেন- যৌক্তিক। তখন তাহের বলেন, কিন্তু যৌক্তিক না মানলেই কি হয়। সংঘাত ও সংগ্রাম।
নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, নির্বাচন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে রোডম্যাপ ঠিক করেন। ট্রেডিশনালটা করছেন, আপত্তি নাই, কিন্তু পিআর প্রদ্ধতিকে কেন্দ্র করে আর একটি রোডম্যাপ করেন।
নির্বাচনের আগে ব্র্যাকের জরিপের প্রসঙ্গ তুলে আমলাদের সতর্ক করে তিনি বলেন, আমাদের আমলারা নতুন একটু কাইত-চিৎ হইতে চায়, তারা সাবধান। আমরা আপনাদের কাছে নিরপেক্ষতা চাই, আমরা বলছি না, আপনারা জামায়াত করেন টুপি কিনেন।
সভায় জামায়াতের ঢাকা দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন বলেন, বিএনপি নাকে খত দিয়ে পিআর ‘মানবে’। নাকে খত দিয়ে বিএনপিকে পিআর পদ্ধতিতে নির্বাচনে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এ সময় দলের নেতারা বক্তৃতা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপবিস্তারিত পড়ুন

ভারত কোনো পুশব্যাক করেনি, যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন: বিএসএফ ডিজি
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যারা বাংলাদেশে আসছেন, তারা স্বেচ্ছায় আসছেন বলে দাবি করেছেনবিস্তারিত পড়ুন

৩ স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত অনুমোদন
বাংলাদেশ-ভারত সীমান্তের অলাভজনক তিনটি স্থলবন্দর বন্ধ এবং আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতবিস্তারিত পড়ুন