বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।

রোববার সকাল ১০টার দিকে উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জ জগন্নাথপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকটি ঘরের ছাদ ও দেয়াল উড়ে গেছে।

এ ঘটনায় আহতের সংখ্যা একাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় জগন্নাথপুর এলাকায়। যদিও স্থানীয়দের দাবি— অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই-তিন বছর ধরে অবৈধভাবে ওই বাজি কারখানা চলছিল।

স্থানীয় এক বাসিন্দা জানান, অন্তত ১২ জনের মতো মারা গেছে। সাতজনের লাশ পাওয়া গেছে।

স্থানীয় আরেক বাসিন্দা জানান, এখানে বোমা বাধা হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। খুব জোরে শব্দ হয়। আমরা রাস্তার পাশে দোকানে বসেছিলাম। হঠাৎ করে বিস্ফোরণ হয়ে জিনিসপত্র অনেক উঁচুতে উঠে যায়। পরে রাস্তার পাশে দোকান ভেঙে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায়।

এর আগে গত ১৬ মে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খাদিকুল গ্রামে বাজি বেআইনি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যেই, ২১ মে রোববার কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণ কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার নীলগঞ্জের বাজি কারখানায় ভয়াবহ এমন বিস্ফোরণের ঘটনা সামনে এলো।

একই রকম সংবাদ সমূহ

ভারতে পাঁচ বছর ধরে এক কিশোরীকে ধ*র্ষ*ণ করে ৬০ জন!

ভারতে দলিত সম্প্রদায়ের দরিদ্র এক মজুরির কিশোরী মেয়ে পাঁচ বছর ধরে প্রায়বিস্তারিত পড়ুন

একদিকে ভারতকে দোষারোপ, অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর: জয়শঙ্কর

নয়াদিল্লির সঙ্গে ঢাকা কী ধরনের সম্পর্ক চায়, সে বিষয়ে বাংলাদেশের মনস্থির করাবিস্তারিত পড়ুন

যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে প্রাণ হারিয়েছেন ৫১ বাংলাদেশি

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট থানায়বিস্তারিত পড়ুন

  • বিজিবি-বিএসএফ সম্মেলন : সীমান্তে স্থাপনা-বেড়া নির্মাণে যেসব সিদ্ধান্ত
  • ৪০৮ আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
  • তৌহিদ–জয়শঙ্কর বৈঠকে ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ
  • মন গলেনি ট্রাম্পের : মোদী ফিরতেই ভারতের পথে আরো ১১৯ অবৈধ অভিবাসী
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে তীব্র বিতর্ক
  • ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্কে বড় ধাক্কা ভারতের
  • শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে: শশী থারুর
  • পশ্চিমবঙ্গে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভোটের আগে দলত্যাগী ৮ বিধায়কই ‘ফ্যাক্টর’ হলো কেজরিওয়ালের!
  • ভারতে ধ*র্ষণে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো গর্ভবতী নারীকে!
  • সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ, আশা ভারতের
  • ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর