বুধবার, মে ১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপসর্গে আরো একজনের মৃত্যু

মারা গেলেন কলারোয়ায় করোনা আক্রান্ত সেই মহিলা

কলারোয়ায় করোনা আক্রান্ত জাহানারা বেগম (৫৫) নামের সেই মহিলা মারা গেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)।

মৃত জাহানারা বেগম কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলীর স্ত্রী।

অপরদিকে, সেখানে চিকিৎসাধীন কালিগঞ্জের এক ব্যক্তি করোনা উপসর্গে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহানারা বেগম গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৩ এপ্রিল মারা যান।

এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল কলারোয়ায় প্রায় ১২ মাস পর দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন।
তাদের একজন সদ্য প্রয়াত জাহানারা খাতুন (৫৫) ও অপরজন জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাগর হোসেন (২০)।

সেদিন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানিয়েছিলেন, রামভদ্রপুরের আক্রান্ত হওয়া নারী জাহানারা খাতুন গত ১৫ দিন আগে অসুস্থ হলে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর তার শরীরিক অবস্থার আরো অবনতি হলে ৭ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য দিলে রিপোর্ট পজিটিভ আসে। তিনি ওইদিনই আক্রান্তের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেন।

পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের তত্বাবধানে করোনা আক্রান্ত জাহানারা খাতুনকে এম্বুলেন্সে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়।

এদিকে, করোনা সন্দেহে তথা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে মনিমোহন (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনিমোহন (৬৫) জেলার কালিগঞ্জ উপজেলার ওজারমাড়ী এলাকার মৃত কিশোরীমোহনের পুত্র।

হাসপাতাল সূত্র জানায়, মনিমোহন ১ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বেলা পৌনে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সকল ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে নকল, ভেজাল, রেজিস্ট্রিশনবিহীন ওবিস্তারিত পড়ুন

৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণকাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার

শেখ জিল্লু: সাতক্ষীরার কলারোয়ার জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম বেত্রবতী সেতু নির্মাণকাজ কিছুটা শুরু হয়েবিস্তারিত পড়ুন

২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

সাতক্ষীরায় মঙ্গলবার সর্ব উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। গতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তথ্য অধিকার বাস্তবায়নসহ একাধিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রঙ্গিন টিভি উপহার দিলেন সাইফুল্যাহ আজাদ
  • কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর বিশাল শো-ডাউন
  • সাতক্ষীরার কলারোয়ায় দেবোত্তর মন্দিরের সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলারোয়ার গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি, বাতাসে দুলছে চাষীর স্বপ্ন
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ ও দায়িত্ব অর্পণ
  • কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • কলারোয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের উইকেয়ার প্রকল্পের মতবিনিময় সভা
  • কলারোয়ায় দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • কলারোয়ায় আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় ভেজাল আইসক্রীমে সয়লাব, শিশুরা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে