রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। বৃষ্টি ভেজা বিকেল। আকাশে ঘন মেঘ, তবুও থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণা। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি।

আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া—এই প্রতিপাদ্যে চলমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় এ কর্মসূচি।

প্রথম ধাপে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এরপর স্থানীয় সরকারি কবরস্থান এবং বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে গাছ রোপণ করেন বন্ধুসভার তরুণ সদস্যরা। মোট ১৮০টি চারা রোপণ করা হয় দিনের কর্মসূচিতে।

বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, “বন্ধুসভার বন্ধুরা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এই বছরও আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি, এই গাছগুলো বড় হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, আজ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে এবং আগামীকাল আরও দুই শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

বন্ধুসভার সাধারণ সম্পাদক মো: আবু তাহের বিল্যাহ বলেন, গাছ লাগানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব। আমরা চাই সাতক্ষীরা হোক সবুজে ঢাকা, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত।

সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এটি শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতেও সাহায্য করে।”

তিনি আরও জানান, প্রতিটি গাছের পরিচর্যার জন্য সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, সাবেক সভাপতি মরিয়ম কেয়া ও রাশেদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম, সদস্য রিধিশা আজাদ নীধি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় মণ্ডল, সদস্য ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এবং সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি মো. ইব্রাহীম সরদার।

আবহাওয়া অনুকূলে না থাকলেও বন্ধুসভার বন্ধুরা উচ্ছ্বসিত মনোভাব নিয়ে অংশ নেন এই কর্মসূচিতে। হাতে চারা, মনে অঙ্গীকার—সবুজে ঢেকে দেব নিজের শহর।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে—সবুজে ঘেরা, প্রাণবন্ত ও পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়তে তারা অব্যাহত রাখবে তাদের উদ্যোগ।

সবুজ সাতক্ষীরা গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এই ধরনের কর্মসূচি সমাজের অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবে এবং পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে কাজ পরিদর্শনে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ

দেবহাটা প্রতিনিধি: জেলার অন্যতম বিনোদন স্পট রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) যাওয়ার সড়কেবিস্তারিত পড়ুন

সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় সাতক্ষীরার তিন সাংবাদিকের সম্মাননা অর্জন

সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা অর্জন করেছেন সাতক্ষীরার তিন সাংবাদিক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সার্ভিস ম্যাপিং কর্মশালা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন

  • ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালো সাতক্ষীরা বন্ধুসভা
  • সাতক্ষীরা জেলা তরুন দলের পরিচিতি সভা ও হুইলচেয়ার প্রদান
  • সাতক্ষীরায় জাতীয় কবিতা পরিষদের ‘কবি সম্মেলন’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরার নুনগোলায় মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী গণসংযোগ
  • সাতক্ষীরায় মাদরাসাতুল আল ফুরক্বানের বার্ষিক সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক কর্মশালা
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে মুহাদ্দিস আব্দুল খালেকের মতবিনিময়
  • সাতক্ষীরায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা
  • সাতক্ষীরায় আধুনিকা বিউটি পার্লারে গ্রীল কেটে নগদ টাকাসহ মালামাল চুরি