শনিবার, অক্টোবর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সে কে কত পেলেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া আসরে চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্টে এই প্রথম শিরোপা জিতল বিরাট কোহলিরা। গতকাল আহমেদাবাদে শ্বাসরুদ্ধকর ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে আরসিবি।

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন। রান সংগ্রহে শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের তারকা ক্রিকেটার সাই সুদর্শন। তিনি ১৫ ম্যাচে এক সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ৫৪.২১ গড়ে ৭৫৯ রান সংগ্রহ করেন।

এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। তিনি ১৬ ম্যাচে অংশ নিয়ে ৫টি ফিফটির সাহায্যে ৬৫.১৮ গড়ে ৭১৭ রান সংগ্রহ করেন।

ব্যাটসম্যানদের মতো বোলাররাও দারুণ পারফরম্যান্স করেন। বল হাতে ১৫ ম্যাচে সর্বোচ্চ ২৫ উইকেট শিকার করেন গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণা। ১৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন আফগানিস্তানের নূর আহমেদ।

ব্যক্তিগত পারফরম্যান্সে যারা নজর কেড়েছেন তারা পেয়েছেন আর্থিক পুরস্কার। ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার’-এর মতো পুরস্কারেও পেয়েছেন অনেকে।

পুরস্কার মূল্য হিসেবে কার হাতে কত টাকা উঠল-

১. টুর্নামেন্টে সব থেকে বেশি ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপ সহ ১০ লাখ টাকা পেলেন গুজরাট টাইটান্সের তারকা ব্যাটসম্যান সাই সুদর্শন।

২. সব থেকে বেশি ২৫ উইকেট শিকার করে গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণা পেলেন ১০ লাখ টাকা।

৩. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ফাইনাল ম্যাচ- জিতেশ শর্মা পেলেন ১ লাখ টাকা।

৪. ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল ম্যাচ- শশাঙ্ক সিং পেলেন ১ লাখ টাকা।

৫. সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ (সব থেকে বেশি ছক্কা)- শশাঙ্ক সিং পেলেন ১ লাখ টাকা।

৬. অন দ্য গো ফোরস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সব থেকে বেশি চার মেরে প্রিয়াংশ আর্য পান ১ লাখ টাকা।

৭. গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সব থেকে বেশি ডট বল)- ক্রুণাল পান্ডিয়া পান ১ লাখ টাকা।

৮. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- ক্রুণাল পান্ডিয়া পান ৫ লাখ টাকা।

৯. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- সাই সুদর্শন পান ১০ লাখ টাকা।

১০. সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- বৈভব সূর্যবংশী পান টাটা কার্ভ গাড়ি।

১১. ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট- সাই সুদর্শন পান ১০ লাখ টাকা।

১২. সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা)- নিকোলাস পুরান পান ১০ লাখ টাকা।

১৩. অন দ্য গো ফোরস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি চার)- সাই সুদর্শন পান ১০ লাখ টাকা।

১৪. গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টে সব থেকে বেশি ডট বল) মোহাম্মদ সিরাজ সিরাজ পান ১০ লাখ টাকা।

১৫. টুর্নামেন্টের সেরা ক্যাচ নিয়ে কামিন্দু মেন্ডিস পান ১০ লাখ টাকা।

১৬. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সূর্যকুমার যাদব পান ১৫ লাখ টাকা।

একই রকম সংবাদ সমূহ

লাদাখে বিক্ষোভের দুই দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার

লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতের কর্তৃপক্ষ।বিস্তারিত পড়ুন

‘আপনার বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছে’, মোদিকে কড়া জবাব ওয়াইসির

ভারতের বিহারে তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি নিয়ে ক্ষমতাসীনদের রাজনীতি দেশটিতে বেশবিস্তারিত পড়ুন

মোদিকে হটাতে জেন-জিদের বিক্ষোভ চান রাহুল

ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ‘ভোটচুরি’র অভিযোগ করার পর রাহুল গান্ধী এবারবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে সভা : ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি মানতে হবে’
  • সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত
  • ভারী বৃষ্টিতে হেলিকপ্টার রেখে গাড়িতে গন্তব্যে গেলেন মোদী
  • শ্রীলঙ্কা-বাংলাদেশের পর নেপাল, এবার দুশ্চিন্তায় ভারত!
  • ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
  • ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের
  • বেনাপোল বন্দরে ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে পিস্ত*লসহ চালক ও হেলপার আটক
  • মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে
  • আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি: ডোনাল্ড ট্রাম্প
  • ‘মোদি চোর, বিজেপি চোর’, বিধানসভায় তীব্র সমালোচনা মমতার
  • ভারতে পাসপোর্ট ছাড়া বাংলাদেশিদের থাকার নতুন নিয়ম
  • দু’দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্য কমেছে বেনাপোল বন্দরে, সংকটে ব্যবসায়ীরা