মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষকদের

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাতজন নন-এমপিও শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় জানানো হয়, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হলে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে মে মাসের মধ্যে পরিপত্র জারি করা হবে এবং জুলাই থেকে বেতন কার্যকর করা হবে। সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আশ্বাসও দেওয়া হয়।

তবে নির্ধারিত সময় অতিক্রম করলেও প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে বলে অভিযোগ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আগামী ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে আগামী শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি ও আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাহাদাত আজাদী, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মো. আব্দুস সালাম, সমন্বয়ক মো. আবতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক, সমন্বয়ক হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল সহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা।

এছাড়াও দেশের ৪০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে, সরকারের কাছে থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রায় তিন হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে একযোগে এমপিওভুক্ত করার কার্যকর ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। আর থাকছে না নিবন্ধনবিস্তারিত পড়ুন

সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা

সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা তা এখনো পুরোপুরি আহরণবিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
  • যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক: রিজভী
  • ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • জাতীয় পার্টি জিন্দা লা/শ: শেখ হাসিনা
  • চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব
  • যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে : জিয়াউর রহমান প্রসঙ্গে মাহফুজ
  • এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড
  • জুলাই সনদ: ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, আইনসভা ২ কক্ষের, প্রধানমন্ত্রী দলীয় প্রধান নয়
  • ‘না ভোট’ রাখার প্রস্তাব দেয়নি বিএনপি: নজরুল ইসলাম খান
  • প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রধান উপদেষ্টা ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই : রিজওয়ানা
  • রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: রিজওয়ানা