শনিবার, নভেম্বর ২২, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বহু অপকর্মের হোতা কাদেরে বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুর গ্রামের মামলাবাজ, সুদখোর, আদমব্যবসায়ী, মাদক দ্রব্য ব্যসায়ী ও নারী লোভী কাদেরের অপকর্মের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ শান্তিপ্রিয়, সচেতন ও নিরীহ এলাকাবাসী। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় মশি^মনগর ইউনিয়নের রামপুর মোড়ে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত রামপুর গ্রামের শতাধিক শিশু ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন- কাদের একজন নারী লোভী, সুদখোর, আদমব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী। এছাড়া সে বহু অপকর্মেন সাথে জড়িত। কাদের আলেমদেরকে সব সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। সে এলাকার নিরীহ মানুষদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করে। আমরা তার অত্যাচার অতিষ্ঠ। আমরা প্রশাসনের কাছে, কাদেরের অপকর্মের কঠিন বিচার চাই। স্থানীয় মসজিদের ইমাম মোঃ রাসেল হোসেন বলেন- যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে কাদের দেখতে পারে না। তাদেরকে গালিগালাজ করেন। বিশেষ করে আলেমদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। স্থানীয় গৃহবধু মিতা খাতুন বলেন- কাদেরের অত্যাচারে আমরা (এলাকাবাসি) অতিষ্ঠ। তিনি সন্দরী নারীদের বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে থাকেন। রাজি না হলে, বিভিন্নভাবে হয়রানি করেন। কাদেরের অত্যাচারে এলাকার রাস্তা দিয়েও চলাচলে যায় না।

হাজী ইউনুচ গাজী তার বক্তব্যে বলেন- এই কাদের সুদে ও আদম ও মাদক ব্যবসা করে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেছে। কাদেরের বিরুদ্ধে কথা বলায় সে আমার দুই ছেলেকে মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ। আমরা এলাকার শান্তি চাই। স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন- কাদের একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক নিয়ে যাওয়ার জন্য বহুলোকের কাছ থেকে টাকা নিয়ে, বিদেশে লোক না পাঠিয়ে হয়রানি করে। আমার কাছে ভুক্তভোগীরা আসলে আমি কাদেরের কাছে যায় এবং তার বলি। সে আমাকে অপমান করে এবং বলে তুই কে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন- মশি^মনগর ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় মানুষ তার মামলায় হয়রানির শিকার হয়েছে। প্রায় অর্ধশতাধিক পরিবার বাড়িছাড়া হয়ে অন্যত্র বসবাস করছে। কাদেরের অত্যচারে আমরা এলাকায় মানসম্মান নিয়ে বসবাস করতে পারছি না।

তার অপকর্মের কারণে আমরা এলাকাবাসী সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কাদেরের সুষ্ট বিচার দাবি করছি। মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য মোঃ আমাদুজ্জামান আসাদ, হাজী ইউনুচ গাজী, স্থাসীয় মসজিদের ইমাম রাসেল হোসেন, ভুক্তভোগী গৃহবধু সালমা ইসলাম, মিতা খাতুন, সমাজ সেবক আশরাফুল ইসলাম, হারুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার সেই উৎসব আর ভাওয়াইয়া গান

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : বিস্তীর্ণ ক্ষেতজুড়ে আবহমানকালের সেই চিরচেনা সোনালি ধানের দোলা,বিস্তারিত পড়ুন

মনিরামপুরের খেদাপাড়ায় ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের স্বরুপদাহ বিলের মাঠবিস্তারিত পড়ুন

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নি*হ*ত

হেলাল উদ্দিন : যশোর-চুকনগর সড়কের মনিরামপুর উপজেলার জালঝাঁড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জে ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় পুকুরে পড়ে কৃষকের মৃ*ত্যু
  • মনিরামপুরে পরকীয়া প্রেমিকাকে কু*পি*য়ে হ*ত্যা*র পরে হারপিক পানে প্রেমিকের আ*ত্ম*হ*ত্যা
  • রাজগঞ্জে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত
  • রাজগঞ্জে দেখা মিলছে শীতকালীন সবজি
  • ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, স্থবির টিকাদানসহ মৌলিক স্বাস্থ্যসেবা
  • ভবদহ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধানে জামায়াতে ইসলামী’র সমাবেশ
  • বিএনপির বর্ষিয়ান নেতা মুছার দ্বিতীয় জানাজায় হাজার হাজার মানুষের ঢল
  • গৃহবধূকে কুপিয়ে হত্যা: হারপিক পানে আসামির আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা
  • মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুছা আর নেই
  • জাতীয় প্রেসক্লাব হবে মফস্বলের সবার প্রেসক্লাব
  • মনিরামপুরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে গৃহবধূকে কু*পি*য়ে হ*ত্যা