দেশের দীর্ঘতম দু’টি ভাসমান সেতুতে চেহারা পাল্টেছে যশোরের রাজগঞ্জের
যশোরের মণিরামপুর উপজেলার প্রচীনতম বাণিজ্যিক বাজার রাজগঞ্জ। এই বাজার থেকে কয়েক কদম এগোলেই ঝাঁপা বাঁওড়। এক কথায় বলা যায়, বাজারের গা-ঘেসে বয়ে গেছে বাঁওড়টি। এ যেনো একটি বিশাল জলরাশি। রাতারাতি ঝাঁপা বাঁওড় দেশ-বিদেশে পরিচিত হয়ে উঠেছে। তার পরিচয়ের কারণ দু’টি ভাসমান সেতু।
ঝাঁপা গ্রামের ১০৮ জন লোক একত্রিত হয়ে ও ১ কোটির অধিক টাকা খরচ করে দেশের প্রথম ও দীর্ঘতম জেলা প্রশাসক ও বঙ্গবন্ধু ভাসমান সেতু নামের দু’টি সেতু ঝাঁপা বাঁওড়ের উপর নির্মাণ করেছেন।
এই ভাসমান সেতু দু’টিকে কেন্দ্র করেই ঝাঁপা বাঁওড় পাড়ে গড়ে উঠেছে বেশ বড় একটি পিকনিক স্পট। সব বয়সের মানুষ সেতু দেখার জন্য সারাদেশ থেকে এখানে আসেন এবং পিকনিক মৌসুমে বিভিন্ন জেলা উপজেলা থেকে পিকনিক করতে এই দৃষ্টনন্দন সেতু পাড়ে ছুটে আসেন ভ্রমণপ্রেমীরা। সারাদিন সময় কাটিয়ে নাচ, গান, আনন্দ, উল্লাশ করে পড়ন্ত বিকালের পর একে একে সেতু ছাড়েন ভ্রমণপ্রেমীরা। এই ভাসমান সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, এমনকি প্রাইভেটকারও চলছে।
এই ভাসমান সেতু দু’টি নির্মাণ হওয়ার পর পাল্টে গেছে পুরো ঝাঁপা এলাকার চেহারা, পাশাপাশি ইতিহাসও বদলে গেছে।
সেতুতে আগত দর্শনার্থীদের কেন্দ্র করে বাঁওড় পাড়ে গড়ে উঠেছে গাড়ি পার্কিং স্পট, সেতু পার্কে বসানো হয়েছে নাগরদোলা, বিরিয়ানী, চটপটি, ফুচকাসহ বিভিন্ন ধরণের খাবারের দোকান, বাচ্চাদের খেলনা ও ফুলের দোকান।
এছাড়াও মনোরম পরিবেশের বিশাল আকৃতির ঝাঁপা বাঁওড়ে ভ্রমণপ্রেমীদের বিনোদন, নৌকা ও ট্রলার ভ্রমণের জন্য সবসময় প্রস্তুত রয়েছেন অর্ধশত মাঝি।
মণিরামপুর উপজেলার দ্বীপখ্যাত ঝাঁপা গ্রামটি রাজগঞ্জ বাজারসহ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ছিলো। গ্রামটির তিন পাশ দিয়ে ঘেরা এই বাঁওড় ও একপাশ কপোতাক্ষ নদ দ্বারা বেষ্টিত। গ্রামের প্রায় ২৫ হাজার মানুষকে নৌকায় চড়ে রাজগঞ্জ বাজারসহ উপজেলা ও জেলা শহরে যাতায়াত করতে হতো। শিক্ষার্থীরা নৌকা চেপে ঝুঁকি নিয়ে বাঁওড় পার হতো। মুমূর্ষু রোগী সময়মত পার করা যেতো না। ফলে অনেক মুমূর্ষু রোগী মারা যেতো।
স্থানীয় সুত্রে জানা গেছে- ঝাঁপা বাঁওড়ে এক সময় মেশিন দিয়ে বালি তোলা হচ্ছিলো। সেই মেশিনটি রাখা হয়েছিল প্লাস্টিকের ড্রামের উপর ভাসমান অবস্থায়। এ দৃশ্য দেখে সেতু নির্মাণের পরিকল্পনা করেন ঝাঁপা গ্রামবাসি। এরপর গ্রামবাসী একত্রিত হয়ে বৈঠক এবং তহবিল গঠনের কাজ শুরু করেন। জেলা প্রশাসক ভাসমান সেতু নির্মাণের জন্য ঝাঁপা গ্রামের ৬০ ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকারও বেশি সংগ্রহ করে তহবিল গঠন করা হয় এবং স্থানীয় লেদ শ্রমিকদের সহায়তায় প্লাষ্টিকের ড্রামের আর স্টীলের পাত দিয়ে নির্মান করা হয় ১ হাজার ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট চওড়া জেলা প্রশাসক ভাসমান সেতু।
সেতুটি সেসময়ের যশোর জেলা প্রশাসক মো. আশরাফুল ইসলাম উৎসব মুখর পরিবেশে ও আনুষ্ঠানিকতার সাথে উদ্বোধন করেছিলেন। এই সেতুটি উদ্বোধনের পর ঝাঁপা বাঁওড়ের দু’পাশের (ঝাঁপা ও রাজগঞ্জ) প্রায় ২০ হাজার মানুষের মধ্যে চলাচলের সেতুবন্ধন হয়েছে।
এরপর এ সেতুর পাশেই ঝাঁপা গ্রামের ১৪৮জন একত্রিত হয়ে প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে বঙ্গবন্ধু ভাসমান সেতু নামের আরেকটি ভাসমান সেতু নির্মাণ করেন। এই সেতুটিও ব্যাপক পরিসরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ভাসমান সেতু পরিচালনা কমিটির সভাপতি মো. মেহেদী হাসান টুটুল বলেন- ঝাঁপা বাঁওড়ের উপর এই ভাসমান সেতু আমরা (গ্রামবাসি) পারাপার হওয়ার জন্য নির্মাণ করেছিলাম। কিন্তু দেশখ্যাত হবে আমরা বুঝতে পারিনি। সেতু নির্মাণ হওয়ার পর স্থানীয় মিডিয়াকর্মীরা প্রচার করে এবং দেশখ্যাত হয়। তারপর দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এই দৃষ্টিনন্দন ভাসমান সেতু দেখতে। এখন সেতু এলাকার চেহারা পাল্টে দিয়েছে। প্রতিদিন হাজার হাজার ভ্রমণপ্রেমী মানুষেরা এই সেতুতে ভ্রমণে আসে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)