পড়ুন আশাশুনির আরো খবর..
আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আশাশুনি উপজেলা শাখার কার্যকরী কমিটি-২০২২ অনুমোদন দিয়েছে কেন্দ্রী কমিটি। ২৭ নভেম্বর কেন্দ্রীয় সভাপতি আবদুস সাত্তার ও মহা সচিব স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট কমিটিকে ৩ বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। আশাশুনি উপজেলা শাখার সভাপতি রফিক আহমেদ, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মিত্র, মীর্জা হাসান ইকবাল, ও বিনয় কৃষ্ণ মন্ডল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে খলিখাতুল্লাহ, বিদ্যুৎ চক্রবর্তী ও গোলাম ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আলাউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোহর মন্ডল, ক্রীড়া সম্পাদক আরমিন হোসেন, ধঘর্ম বিষয়ক সম্পাদক মাওঃ হাবিবুর রহমান ও তরুন কুমার, সাহিত্য সম্পাদক সুশান্ত সরকার, দপ্তর সম্পাদক জাাহঙ্গীর হোসেন টুকু, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা খাতুন এবং নির্বাহী সদস্য আঃ ছবুর, সাহেব আলি, আঃ ছাত্তার, হারুন অর রশিদ, আঃ রশিদ, অরুন কুমার বিশ্বাস, শেখ বাদশা ওি কৃষ্ণপদ রায়।
বড়দল কলেজিয়েট স্কুলের অভিভাবক সদস্য নির্বাচন
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অভিভাবক টিআর ও দাতা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ কক্ষে ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান সমর্থিত প্যানেল বিজয় লাভ করেছে। নির্বাচনে কলেজ শাখায় ৩০১ জন ভোটারের মধ্যে ২০৭ জন ভোটার ভোট প্রদান করেন। স্কুল শাখায় ৩৮৪ জন ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচনে ২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সাবেক এমপি মোখলেছুর রহমান প্যানেলের (কলেজ পর্যায়) সাধারণ অভিভাবক সদস্য পদে আমিরুল ইসলাম ফকির (আম প্রতীক) ১১৩ ভোট পেয়ে ১ম ও হরিচাঁদ মিস্ত্রী (তালাচাবি) ৯৭ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করে জয়লাভ করেছেন। একই প্যানেলের সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রতœা রানী মন্ডল (গোলাপ ফুল) ২৩৪ ভোট পেয়ে ও সাধারণ শিক্ষক সদস্য (কলেজ পর্যায়) মানিক চন্দ্র মন্ডল (দোয়াত কলম) ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া একই প্যানেলের টিআর সদস্য পদে এস এম মাহাফিজুল ইসলাম ও ভক্তিরানী দাশ এবং দাতা সদস্য পদে রফিকুল ইসলাম সানা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। অপর প্যানেল সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলী সমর্থিত প্যানেলের সাধারণ অভিভাবক সদস্য (স্কুল পর্যায়) নাছির উদ্দিন সানা (ফুটবল) ১৩৪ ভোট পেয়ে ১ম ও মুকুল সানা (মাছ) ৯২ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেছে বিজয়ী হয়েছেন। প্রতিদ্ব›িদ্ব অন্য প্রার্থী (স্কুল পর্যায়) আনারুল ইসলাম (মোরগ) ৩৮, আবু মোহাম্মদ সাইফুল (ছাতা) ৫৫, কৃষ্ণপদ সরকার (আনারস) ৪৭, নুরুজ্জামান মালী (হরিণ) ৯০ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। কলেজ পর্যায়ে (অভিভাবক সদস্য পদে) পরাজিত প্রার্থীরা হলেন মুজিবর রহমান (চেয়ার) ০৬, শামীম মোল্যা (মই) ৯৪, সুকান্ত কুমার সরকার (টিউবওয়েল) ৭৬ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে পরাজিত প্রার্থী ফুলজান বেগম (কলস) পেয়েছেন ২১৮ ভোট। টিআর সদস্য (কলেজ) মুহাঃ এনামুল হক (বই) ১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনা ও সমাপ্ত করতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
আশাশুনির বিভিন্ন স্কুলের এসএসসি’র ফলাফল
আশশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের ফলাফল নি¤েœ দেওয়া হলো। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ছিল ১২৬ জন। কৃতকার্য হয়েছে ১২৪ জন। যার মধ্যে গোল্ডেন এ+ ২১, এ+ ২৩, এ ৬৯ ও এ- ১০ জন। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ মোট পরীক্ষার্থী ১৬৭, কৃতকার্য ১৬৪ জন। গোল্ডেন সহ এ+ ৪০, এ ৫৬, এ- ৩০, বি ২৭ ও সি ১০ জন। শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্তী ৯১ জন, কৃতকার্য ৯১ জন। গোল্ডেন এ+ ১০, এ+ ৮, এ ৪২, এ- ২১, বি ৮ ও সি ২ জন। আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৩০, কৃতকার্য ৩০ জন। গোল্ডেন এ+ ৫, এ+ ১, এ ১২, এ- ৭, বি ৪ ও সি ১ জন। কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ১১১ জন, কৃতকার্য ১০৮ জন। এ+(গোল্ডেনসহ) ৩৯, এ ৪০ ও এ- ২৯ জন। ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ২২ জন, কৃতকার্য ২১ জন। এ+ ৪, এ ১৪ ও এ- ৩ জন। বাইনতলা মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ২২, কৃতকার্য ২১ জন। এ+ ৪, এ ১৪ ও এ- ৩ জন। কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৫৮, কৃতকার্য ৫৮ জন। এ+ ৫, এ ২২, এ- ১৮, বি ৮ ও সি ৫ জন।
দরগাহপুরে সাংবাদিক সাইদুলের মায়ের ইন্তেকাল
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামে মৃত মোনতাজ আলী সরদারের স্ত্রী এবং দরগাহপুর প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ সাইদুল ইসলামের মা হামেদা বেগম (৬৭) ইন্তেকাল করেছেন। রবিবার রাত ৯.৪৫ টায় বাধ্যকজনিত রোগে তিনি ইন্তেকাল করেন। সোমবার রামনগর সরদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জোহরের নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাওঃ আনিছুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও রামনগর গ্রামের সর্বস্তরের মানুষ নামাজে জানাযায় অংশ নেন। মৃতকালে তিনি ৭ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)